ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
বিদ্যুতের ভয়াবহ সঙ্কট মোকাবেলায় কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সিজিএম মোস্তাফিজুর
রহমানের নির্দেশনায় কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের কর্মকর্তাগন
দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় জনসচেতনতা মূলক কার্যক্রম অব্যাহত রেখেছেন। বিদ্যুৎ
ব্যবহারে সাশ্রয়ী হতে এবং বিদ্যুতের অপব্যাবহার রোধকল্পে গ্রাহকদের করণীয় নিয়ে বিস্তারিত
পরামর্শ দেন কর্মকর্তারা। গ্রাহকরা যেন বিদ্যুতের এই ক্লান্তিলগ্নে পল্লী বিদ্যুৎ সমিতির
কর্মকর্তা ও কর্মচারীদের সার্বক্ষণিক সহযোগিতা করে থাকেন সে ব্যাপারে পরামর্শ দেওয়া হয়। রাত
আটটার পর মার্কেট বন্ধ রাখা, প্রয়োজনের তুলনায় অতিরিক্ত লাইট ব্যবহার না করা, ফ্যান এর ব্যবহার কম
করা, এসি’র ব্যবহার কমিয়ে আনা, সর্বোপরি বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে গ্রাহকদের উৎসাহিত
করা হয়। বুধবার দিনব্যাপী উপজেলার ধান্যদৌল, বড়ধুশিয়া, চান্দলা, উত্তর চান্দলা, ষাটশালাসহ বিভিন্ন
এলাকার বিভিন্ন স্পটে গ্রাহকদের এ বিষয়ে উদ্বুদ্ধ করা হয়। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হয়ে
লোডশেডিংয়ে ধৈর্য ধারণ করার জন্য গ্রাহকদের পরামর্শ দেওয়া হয়। দিনব্যাপী এ কার্যক্রমে
ব্রাহ্মণপাড়া জোনাল অফিসের ডিজিএম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে অংশগ্রহণ করেন
ডাইরেক্টর (ব্রাহ্মণপাড়া) সাংবাদিক সৈয়দ আহাম্মদ লাভলু, এজিএম আজহারুল ইসলাম আবির,
ইঞ্জিনিয়ার প্রদীপ কুমার দাস। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান, ব্রাহ্মণপাড়ার ডিজিএম
মোস্তাফিজুর রহমান।
Copyright © 2023 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics