Daily Frontier News
Daily Frontier News

বিজয়নগরে ৫ দফা দাবি আদায়ে পিআইও অফিসের পূর্ণদিবস কর্মবিরতি চলছে ।

 

 

ফ্রন্টিয়ার.নিউজ রিপোর্টঃ- 

 

.          জেলা ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলা  প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের সামনে,             প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগ বিধি বাস্তবায়নসহ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরাধীন সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে পূর্ণদিবস কর্মবিরতি পালিত হয়েছে।

.         ২২ই সেপ্টেম্বর বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের সামনে অবস্থান নিয়ে তারা এই কর্মসূচি পালন করেন।

.           সারাদিন কর্মবিরতি চলছে বলে জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহীনূর জাহান। তিনি আরও জানান, দাবী আদায় না হলে আগামীতে কেন্দ্রীয় নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

.     এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কার্যলয়ের কর্মকর্তা ও কর্মচারীগণ।

 

Daily Frontier News