বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :-
ভূমি সংশ্লিষ্ট কর্মকর্তা এবং কর্মচারীদের ভূমি ব্যবস্থাপনা বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মে) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার সহকারী কমিশনার ভূমি এর কার্যালয়ের কারিগরি তত্ত্বাবধানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও জাইকার অর্থায়নে উপজেলা পরিষদ এ কর্মশালার এ সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। প্রশিক্ষনে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ভূমি সংশ্লিষ্ট কর্মকর্তা এবং কর্মচারী, ইউনিয়ন ভূমি সহকারী, উপ-সহকারী কর্মকর্তা, সার্ভেয়ার, রাজস্ব সহকারী পেশকার, সার্টিফিকেট সহকারীসহ সমপর্যায়ের কর্মচারীবৃন্দ, ইউপি চেয়ারম্যানগণ অংশগ্রহন করেন।
সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ এইচ ইরফান উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে ও প্রশিক্ষণের প্রকল্প অফিসার মেহেদি হাসানের সঞ্চলনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা মুকাই আলী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রাবেয়া আসফার সায়মা, ভাইস চেয়ারম্যান সাবিত্রী রানী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিয়াদুল হক বাবু প্রমুখ।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics