ফ্রন্টিয়ার.নিউজ রিপোর্ট :-
জেলা ব্রাহ্মণবাড়িয়া, বিজয়নগর থানার আইন শৃঙ্খলা বাহিনী পুলিশের পক্ষ থেকে’ বিজয়নগর থানা বাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন , বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
———মির্জা মোহাম্মদ হাছান।
তিনি’ শুভেচ্ছা বার্তা জানান, দীর্ঘ ৩০ দিন সিয়াম সাধনার মধ্য দিয়ে ,সকল শঙ্কা আর অনিশ্চিয়তা কাটিয়ে একটি আনন্দময় ঈদ আসুক আমাদের সবার জীবনে।
সৃষ্টির কল্যাণে ব্রত হওয়ার অঙ্গীকারে আবদ্ধ হয়ে, স্রষ্টার সন্তুষ্টি অর্জনে, মানুষের মধ্যে সকল শ্রেনীর বিভেদ ভুলে, একই সারিতে নামাজ আদায়ের মাধ্যমে ঈদের আনন্দ সমপরিমাণে উপভোগ করে,হিংসা-বিদ্বেষ ভুলে নতুন সাজে সজ্জিত হউক। বিজয়নগর থানা বাসী।
বিশৃঙ্খল মনোভাব পরিহার করে ,আইন শৃঙ্খলা বজায় রেখে , এক সারিতে নামাজ আদায়ে করে দু-জাহানের ছোওয়াব হাসিল করি । বিজয়নগর থানা সর্বস্তরের মানুষকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন । ঈদ মোবারক ।। ঈদ মোবারক ।। ঈদ মোবারক ।। জানান তিনি ।
Copyright © 2024 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics