Daily Frontier News
Daily Frontier News

বিজয়নগর থানায় পত্তন ও ইছাপুরা ইউপি বিট পুলিশিং কার্যক্রম অনুষ্ঠিত ।

 

 

ফ্রন্টিয়ার.নিউজ রিপোর্টঃ-
. জেলা-ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর থানায় ৩য় তলা, হল রুমে ১১ই মে ২০২২ইং, রোজ বোধবার, বেলা ১১ ঘটিকা সময়, প্রধান অতিথি বিজয়নগর থানা, অফিসার ইনচার্জ, জনাব মির্জা মোহাম্মদ হাছান এর সভাপতিত্বে, বিজয়নগর থানা ব্রাহ্মণবাড়িয়া আয়োজনে অনুষ্ঠিত হয় ।

. উক্ত অনুষ্ঠানে ৬নং পত্তন, ৩ নং ইছাপুরা ইউপি বিট পুলিশিং , এসআই সাইদুল হক ও এসআই ইউনূছ মিয়া এর উপস্থিতিতে, পত্তন ইউপি চেয়ারম্যান জনাব তাজুল ইসলাম , ইউপি সদস্যগন , গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ একাশি জন । ইছাপুরা ইউপি চেয়ারম্যান,জনাব জিয়াউল হক বকুল, ইউপি সদস্য গণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বত্রিশ জন প্রমুখ উপস্থিত ছিলেন ।

.
. প্রধান অতিথির বক্তৃতায়, জনাব মোহাম্মদ মোজাম্মেল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, ব্রাহ্মণবাড়িয়া, আইন শৃঙ্খলা উন্নয়নে, দাঙ্গা-হাঙ্গামা, মারা-মারি রোধকল্পে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে, উন্নত জীবন গঠনে, ভ্রাতৃত্ববোধ সামাজিক মূল্যবোধ সম্পর্ক গঠনে , পরস্পারিক সম্পর্ক উন্নয়নে গুরুত্ব আরোপ করেন ।

.             অনুষ্ঠানে সভাপতি, জনাব মির্জা মোহাম্হামদ হাছান, অফিসার ইনচার্জ, বিজয়নগর থানা, ব্রাহ্মণবাড়িয়া বলেন, সরকারের অর্পিত গুরু দায়িত্ব পালনে সর্বদা সচেষ্ট আছি । 

Daily Frontier News