ফ্রন্টিয়ার.নিউজ রিপোর্টঃ-
. জেলা ব্রাহ্মণবাড়িয়া, বিজয়নগর উপজেলা ১০ই মে ২০২২ইং রোজ মঙ্গল বার, চান্দুরা সরকারী খাদ্য গুদাম প্রাঙ্গণে, বেলা ১১ ঘটিকার সময়,উপজেলা খাদ্য বিভাগ বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া আয়োজনে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জনাব মোঃ নূর আলী এর সভাপতিত্বে, উদ্বোধক নাসিমা মুকাই আলী, প্রধান অতিথি বিজয়নগর উপজেলা নির্বাহি অফিসার, এ এইচ ইরফান উদ্দিন আহমেদ ।
. এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা জনাব শাব্বির আহমেদ, ভারপ্রাপ্ত কর্মকর্তা চান্দুরা এল এস ডি জনাব আফসার উদ্দিন, বিজয়নগর মিল মালিক সমিতির সভাপতি শ্রী সুধা বিন্দু সাহা, বিজয়নগর উপজেলা যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ মোখলেছুর রহমান লিটন, এছাড়া আরো বিভিন্ন মিল মালিকগণ ।
. সূত্রে জানা যায়, ধান ২৭ টাকা কেজি, চাউল সিদ্ধ ৪০ টাকা কেজি, চাউল আতপ ৩৯ টাকা কেজি। ১৭৯২ মেট্রিক টন বোরো ধান সংগ্রহের জন্য ৮২২ জন লটারি অংশগ্রহণ করেন । ৫৯৭ জন নির্বাচিত হয়। আগামী ৩১শে আগষ্ট ২০২২ইং পর্যন্ত ক্রয় করার সীমা রহিয়াছে ।
Copyright © 2024 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics