Daily Frontier News
Daily Frontier News

বিজয়নগরে মেহেদী হাসান খান শাওন এর নেতৃত্বে টাক্সফোর্সের অভিযানে ৪৬.৫ কেজি গাঁজা সহ ১ জন আটক ১জন পলাতক 

 

ফ্রন্টিয়ার নিউজ রিপোর্টঃ-

.      জেলা ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর থানাধীন কাশিমপুর হাজী বাড়ীস্থ, আবু সায়েদ ভূঁইয়ার ছেলে, মিলন মিয়ার দখলীয় দক্ষিণ ভিটির উত্তর দুয়ারী সেমি পাকা তিন কক্ষ বিশিষ্ট বসতঘরে ১৩ই জুন ২০২৩ইং, রাত ০০:১৫ মিনিট হইতে ০১:১০ মিনিট সময়ে তল্লাশি অভিযান পরিচালনা করে ৪৬’৫ কেজি গাঁজা আলামত উদ্দার করা হয় ।

.      উক্ত ভারতীয় নিষিদ্ধ ৪৬’৫ কেজি গাঁজা আলামত উদ্ধার করার সময়  (১) মোঃ মিলন ভূঁইয়া(২৬)গ্রেফতার, পিতা-মোঃ আবু সায়েদ ভূঁইয়া, মাতা -মোছা: হেলেনা বেগম, সাং-কাশিমপুর (হাজী বাড়ি),পো:মিরাশানি,থানা -বিজয় নগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া ও (২)মোঃ সোহাগ ভূঁইয়া( ৩৩)পলাতক, পিতা-মো: আবু সায়েদ ভূঁইয়া, মাতা- মোছা:হেলেনা বেগম, সাং-কাশিমপুর (হাজী বাড়ি), পো: মিরাশানি, থানা -বিজয়নগর, জেলা -ব্রাহ্মণবাড়িয়া পালিয়ে যায় ।

.     জব্দকৃত আলামত:পলিথিনের উপর কসটেপ দ্বারা মোড়ানো ০৫টি পোঁটলায় ০৫ কেজি করে ২৫ কেজি গাঁজা, পলিথিনের উপর কসটেপ দ্বারা মোড়ানো ০৭টি পোটলায় ২.৫ কেজি করে ১৭.৫ কেজি গাঁজা এবং পলিথিন এর ওপর কসটেপ দ্বারা মোড়ানো ০৪টি পোটলায় ০১ কেজি করে ০৪ কেজি গাঁজা। সর্বমোট (২৫+১৭.৫+৪)=৪৬.৫(ছেচিল্লশ কেজি পাঁচশত গ্রাম) গাঁজা উদ্ধার হয় ।

.    ১৩ই জুন ২০২৩খ্রিস্টাব্দে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি),বিজয়নগর উপজেলা,জনাব মোঃ মেহেদি হাসান খান (শাওন) মহোদয়ের নেতৃত্বে সহকারী পরিচালক মু. মিজানুর রহমান, সহকারী উপপরিদর্শক সর্ব জনাব মো:হুমায়ুন কবীর,মো:এনামুল হক খান, আবু সাঈদ,সিপাই সর্ব জনাব
পঙ্কজ নন্দী, নাঈম মিয়াঁ, মো: রয়েল আহম্মেদ ও মাজেদা আক্তার এবং জেসিও সুবেদার মো:আবুল কালাম,হাবি: মো: জাহাঙ্গীর আলম,ল্যা: না: মো: হাফিজুর রহমান, সি: মো:শফিকুল ইসলাম,সি: শ্রী তপন সিংহ, সি: আশরাফুল আলম, সি: নুর মোহাম্মদ ও সি: শ্রী তনময় এর সমন্বয়ে গঠিত টাস্কফোর্স টিম নিয়ে অভিযান পরিচালনা করে বিজয়নগর থানাধীন কাশিমপুর হাজী বাড়ি হতে (২৫+১৭.৫+৪)=৪৬.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

.       এ বিষয়ে বিজয়নগর উপজেলা  নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ মেহেদি হাসান খান (শাওন) দৈনিক ফ্রন্টিয়ার.নিউজ প্রতিনিধিকে বলেন, মাদক বিরোধী ও ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা অব্যাহত আছে। বিজয়নগর উপজেলা বাসীকে সঠিক তথ্য উপাত্ত দিয়ে অভিযানে সহযোগিতা করার জন্য উধার্ত্ত  আহ্বান জানান ।

Daily Frontier News