মো রাসেল চৌধুরী বান্দরবান
গত১৮নভেম্বর-২৩, রোয়াংছড়ি উপজেলার রোয়াংছড়ি সদর ইউনিয়ন এর পাইক্ষ্যং পাড়াতে ৬৩টি বম পরিবারের ১৭০ জন সদস্য ফেরত গিয়েছে। এই পরিবারগুলি গত ২৩এপ্রিল- ২০২৩ থেকে কেএনএ সদস্যদের অত্যাচারে আতংকিত হয়ে বাড়ি ছেড়ে রোয়াংছড়িতে চলে যায়।
এ ব্যাপারে সদর ইউনিয়নের চেয়ারম্যান মেহ্লা অং মারমা এবং হেডম্যান বৈথং বম কাছ থেকে জানা যায় এরকম ৯৭ টি পরিবার তাদের সন্তানসন্ততি নিয়ে পাড়া হতে পালিয়ে যায়। যারা বান্দরবান’সহ রোয়াংছড়ি উপজেলা সদরে দীর্ঘদিন যাবৎ অবস্থান করে আসছিল।
সাম্প্রতিক সময়ের শান্তিকমিটির আলোচনা এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপস্থিতির কারণে তাদের মধ্যে নিরাপত্তার ব্যাপারে আস্থা ও বিশ্বাস বৃদ্ধি পেয়েছে।
এ ব্যাপারে নিরাপত্তা বাহিনীর পক্ষ হতে এবং স্থানীয় ক্যাম্প হতে ফেরত আসা সকল পরিবারের সদস্যদের সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেয়া হয়েছে। ইতিমধ্যে সেনাবাহিনীর মাধ্যমে প্রাথমিভাবে প্রয়োজনীয় মেডিক্যাল সহায়তা প্রদানের কাজ শুরু হয়ে গেছে যা পুরো রাস্তা সংস্কারের পর আরো বেগবান হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া সেনাবাহিনীর তত্বাবধানে রোয়াংছড়ি – পাইক্ষং পাড়া সড়ক এর সংস্কার কার্যক্রম পার্বত্য জেলা উন্নয়ন বোর্ডের মাধ্যমে চলমান রয়েছে। অচিরেই এ রাস্তায় যাতায়াতের জন্য উন্মুক্ত করে দেয়া হবে এবং স্থানীয় জনগণের মধ্যে শান্তি ও অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে বলে ধারণা করা হচ্ছে।
পাইক্ষ্যং পাড়ায় ৬৩টি বম পরিবারের প্রত্যাবর্তন ও সেনাবাহিনী কর্তৃক ফ্রি চিকিৎসা-ঔষধ এবং খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর বান্দরবান জোন কমান্ডার লেঃ কর্ণেল মাহমুদুল হাসান পিএসসি। উপ জোন কমান্ডার মেজর এএসএম মাহমুদুল হাসান পিএসসি। রোয়াংছড়ি ক্যাম্প কমান্ডার মেজর এমএম ইয়াছিন আজিজ,মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন ডাঃ মোঃ আসাদুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মুহাম্মাদ ইয়াছির আরাফাত, রোয়াংছড়ি থানার ওসি মোঃ আবুল কালাম, রোয়াংছড়ি সদর ইউপি চেয়ারম্যান মেহ্লা অং মারমা,বম সম্প্রদায়ের প্রতিনিধি লালজার বম,বম সম্প্রদায়ের নারী নেত্রী মেরী জয় বম। বান্দরবান প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,সাধারণ সম্পাদক মিনারুল হক,সদস্য মিলন চক্রবর্তী,প্রথম আলো সাংবাদিক বুদ্ধজ্যোতি চাকমা, ৭১টিভি প্রতিনিধি জহির রায়হান, জি টিভি প্রতিনিধি মো: ইসহাক, ডেইলি ইন্ডাস্ট্রি বান্দরবান জেলা প্রতিনিধি সাংবাদিক মুহাম্মাদ আলী, এসএ টিভি প্রতিনিধি উ সি থোয়াই, বায়েজিদ প্রতিনিধি শহিদুল ইসলাম,বিজয় টিভি প্রতিনিধি রিমন পালিত, মো:সাইফু’সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার অন্যান্য সাংবাদিকবৃন্দ।
Copyright © 2023 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics