Daily Frontier News
Daily Frontier News

বান্দরবানে উপজেলা পর্যায়ে আইডিএফ পিকেএসএফ কৈশোর কর্মসূচি ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

 

মোঃ রাসেল চৌধুরী – বান্দরবান

“দুর্গম পাহাড়ী জনপদে ও সুবিধাবঞ্চিত এলাকায় দারিদ্র বিমোচনের সংগ্রামে আমরা অবিচল”এই স্লোগানে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আইডিএফ)এর আয়োজনে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায়
আইডিএফ পিকেএসএফ কৈশোর কর্মসূচি বান্দরবানে উপজেলা পর্যায়ে ৩আগস্ট-২০২৩ইং বৃহস্পতিবার স্থানীয় রাজার মাঠে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতায় বান্দরবান সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে আগত শতাবধিক প্রতিযোগী অংশ গ্রহণ করে। ক্রীড়ার ইভেন্টে ফুটবল, পাঞ্জা শক্তির পরীক্ষা, এবং মিনি ম্যারাথন প্রতিযোগিতায় অংশগ্রহণকারিদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দিগুণ বাড়িয়ে দেয়।

ফুটবল খেলায় কুহালং ইউপি কৈশোর টিম বনাম সুয়ালক ইউনিয়ন কৈশোর টিম উপজেলা পর্যায়ে ফাইনালে অংশ গ্রহণ করে, ফাইল খেলায় কুহালং ইউপি কৈশোর টিম কে পরাজিত করে সুয়ালক ইউনিয়ন কৈশোর টিম জয় লাভ করে।
সাংস্কৃতিক প্রতিযোগিতায় কিশোর ও কিশোরীদের সিনিয়র গ্রুপ ও জুনিয়র গ্রুপ এর কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। পরে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিউদ্দিন আহমেদ চৌধুরী, কো-অর্ডিনেটর,আইডিএফ,চট্টগ্রাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তসলিম রেজভী,এরিয়া ম্যনেজার,বান্দরবান এরিয়া, আইডিএফ। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বান্দরবানের বিশিষ্ট লেখক ও সাংবাদিক মুহাম্মাদ আলী, আজিজুল হক, ম্যানেজার আইডিএফ বালাঘাটা, মোঃ আতিকুর রহমান, সমন্বয়কারী আইডিএফ সুয়ালক সমৃদ্ধি -প্রবীণ কর্মসূচি, অনুষ্ঠান সার্বিক পরিচালনায় ছিলেন মোঃ শফি আলম, প্রোগ্রাম অফিসার (কৈশোর কর্মসূচি) আইডিএফ, বান্দরবান। অতিথিরা বলেন, কিশোর কিশোরীদের পড়াশোনার পাশা-পাশি খেলা ধূলো ও সুস্থ সাংস্কৃতিক চর্চার গুরুত্ব অপরিসীম, বর্তমান সময়ে মাদক ও মোবাইলে ফ্রী ফায়ার গেমস কিশোর কিশোরী ও যুব সমাজকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ধাবিত করে দিচ্ছে। কিশোর কিশোরীদের সুস্থ ধারার সাংস্কৃতিক চর্চা ও খেলা ধূলোর পতি আগ্রহী করে গড়ে তুলতে সকলের সার্বিক সহযোগিতা প্রয়োজন। আসুন আমরা সকলে আগামীর প্রজন্মকে সুন্দর ভবিষ্যত উপহার দিতে মাদক মুক্ত সমাজ গড়ি।

Daily Frontier News