তানজিনা আক্তার উর্মি
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ৬৮ ইউনিটের মধ্যে বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটকে শ্রেষ্ট হিসেবে নির্বাচিত করা হয়েছে।
রবিবার সকালে রাজধানীর রেডিসন ব্লু হোটেলের কনফারেন্স হলে আয়োজিত রেড ক্রস এন্ড রেডক্রিসেন্ট ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী অমল কান্তি দাশকে পুরষ্কার প্রদান করেন প্রধান অতিথি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির গর্ভনিং বডির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এটিএম আব্দুল ওয়াহাব। বান্দরবানের দূর্গম এলাকায় মহামারী করোনা ভাইরাস, প্রাকৃতিক দূর্যোগ,পাহাড় ধ্বস, শিক্ষা, স্বাস্থ্য ও বিনামূল্যে চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটকে শ্রেষ্ট ইউনিট হিসেবে নির্বাচিত করে এই পুরষ্কার প্রদান করা হয়। এসময় বান্দরবান রেড ক্রিসেন্ট মাতৃসনদ হাসপাতাল এর জায়গার দলিল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির গর্ভনিং বডির চেয়ারম্যানের নিকট হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিট বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে অংশগ্রহণের মাধ্যমে উদ্ধার কাজসহ ক্ষতিগ্রস্থ পরিবারের সহায়তা প্রদান, মেধাবী ও গরীব শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ, অসচ্ছল পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে স্বচ্ছল করাসহ বিভিন্ন সামাজিক মূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics