Daily Frontier News
Daily Frontier News

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ’র বটিয়ঘাটা উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্টিত।

 

মোঃ আক্তারুজ্জামান লিটন // খুলনা ব্যুরো।।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ খুলনা
বটিয়ঘাটা উপজেলা শাখার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬মে) বিকেল সাড়ে চারটায় বটিয়ঘাটা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অডিটোরিয়ামে,সংগঠনের সাধারণ সম্পাদক সজ্ঞয় মন্ডল’র সঞ্চালনায়, সহ-সভাপতি
অমরেশ বিশ্বাসের সভাপতিত্বে, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ’র পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ’র কেন্দ্রিয় কমিটির ভাইস চেয়ারম্যান
খান রাকিবুজ্জামান সরদার।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ’র খুলনা বিভাগীয় আহবায়ক শেখ আঃ গনি,
যুগ্ন মহাসচিব জাহিদুল ইসলাম লিপু, যুগ্ন মহাসচিব সুফিয়ান বিশ্বাস,
প্রধান বক্তা ছিলেন বীর মুক্তিযোদ্ধা বিনয় কৃষ্ণ সরকার।
সন্মানিত অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন,নিরজ্ঞন কুমার রায়, মনোরজ্ঞন মন্ডল, হরেন্দ্র নাথ বিশ্বাস, যতিন্দ্র নাথ মন্ডল,বিকাশ কুমার মন্ডল,প্রশান্ত গোলদার প্রমুখ।
অনুষ্টান শেষে বিশ্বজিৎ সরকারকে সভাপতি ও সজ্ঞয় মন্ডলকে সাধারণ সম্পাদক করে ৩১সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করেন বীর মুক্তিযোদ্ধা বিনয় কৃষ্ণ সরকার।
উক্ত কমিটির নামের তালিকা যথাযতঃ
সভাপতি বিশ্বজিৎ সরকার,সিনিয়র সহ-সভাপতি অমরেশ বিশ্বাস,সহ-সভাপতি হীরক মল্লিক,চীরন্জীব রায়,ইরিনা নাজনীন,স্বপন মন্ডল।
সাধারণ সম্পাদক সজ্ঞয় মন্ডল।
যুগ্ন সাধারণ সম্পাদক মচনস টিকাদার,তুহিন বিশ্বাস।
সাংগঠনিক সম্পাদক মিঠুন রায়,সহ সাংগঠনিক সম্পাদক কপিলদেব রায়,সাংগঠনিক সদস্য মশিউর রহমান, কোষাধ্যক্ষ অনিমেশ মন্ডল,সহঃ কোষাধ্যক্ষ অর্ঘ কৃষানী রায়,সুজিত মন্ডল,দপ্তর সম্পাদক জয় বিশ্বাস, সহঃ দপ্তর সম্পাদক পার্থ প্রতিম রায়,উৎপল মল্লিক,শিক্ষা ও গবেসনা বিষয়ক সম্পাদক দ্যুতি অরণী বিশ্বাষ,সহঃ ,শিক্ষা ও গবেষনা বিষয়ক সম্পাদক শ্যামলী মন্ডলসহ আরও অনেকে।

Daily Frontier News