Daily Frontier News
Daily Frontier News

বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা নির্বাচিত হয়েছেন হাসীব আলম তালুকদার।

 

 

মুহাম্মদ আমির উদ্দিন কাশেম, জেলা প্রতিনিধি মৌলভীবাজার:-

 

বাংলাদেশের বহুল আলোচিত সামাজিক সংগঠন
“বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশন” র প্রধান উপদেষ্টা নির্বাচিত হয়েছেন পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কৃতি সন্তান বীর উত্তম ক্যাপ্টেন শামসুল আলম তালুকদারের পুত্র উদ্যোক্তা ও তরুণ সমাজসেবক হাসীব আলম তালুকদার।

হাসীব আলম তালুকদার এভিআর বাংলাদেশ গ্রুপের সিওর দায়িত্বে কর্মরত আছেন।
ব্যক্তিগত জীবনে তিনি একজন সাদা মনের মানুষ, ছোট বেলা থেকে মানুষের সুখ দুঃখে সব সময় মানুষের পাশে থেকে মানুষের কল্যাণে নিজেকে সার্বক্ষনিক নিয়োজিত রাখেন।

তরুণ যুবকদের একমাত্র অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশনের প্রধান উপদেষ্টার দ্বায়িত্ব পেয়ে নিজেকে ধন্য মনে করেন বলেও জানান তিনি, এবং সংগঠনের সভাপতি ও সম্পাদকসহ সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সকলকে ধন্যবাদ জানান, এবং সংগঠন ও সংগঠনের সাথে সংশ্লিষ্ট সকলের উত্তরোত্তর সকলতা কামনা করেন তিনি।

বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক মশিউর রহমানসহ সংগঠনের সকল সদস্যদের পক্ষ থেকে হাসীব আলম তালুকদারকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন নেতৃবৃন্দ।

Daily Frontier News