Daily Frontier News
Daily Frontier News

বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে সাংবাদিক সম্মেলন

 

সুনামগঞ্জ প্রতিনিধি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দুর্নীতিবাজ মন্ত্রী কর্মকর্তা ও এমপিদেরকে বিচারের আওতায় আনার দাবীতে সংবাদ সম্মেলন করেছেন জামায়াতে ইসলাম বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দরা।

গত ৭ আগষ্ট বুধবার বিকেল ৪টায় জামায়াতে ইসলামের উদ্যোগে শহরের হাসননগরস্থ কার্যালয়ে এ সম্মেলন অনুষ্টিত হয়। জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মোমতাজুল হাসান আবেদের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর মাওলানা তোফায়েল আহমেদ খাঁন।

তিনি শুরুতেই ছাত্র গনআন্দোলনে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, চলমান ছাত্র আন্দোলনে ৩০০ শতাধিক নিহতের তথ্য এ পর্যন্ত প্রকাশিত হয়েছে, বাস্তবে তা আরো বাড়তে পারে বলে দাবী করেন। তিনি সকল খুনের ঘটনায় জড়িতদের বিচারের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিতের দাবী জানান । এছাড়া দুর্ণীতিবাজদের ধরে রাষ্ট্রীয়ভাবে পাচার করা অর্থ ফিরিয়ে আনতে হবে। তিনি আরও বলেন অনতিবিলম্বে অন্তবর্তীকালীন সরকার গঠন করতে হবে। দেশের মানুষের আশা-আকাংঙ্খা যেন প্রতিফলিত হয়। সকল হত্যা নির্যাতনের দায়ে খুনি শেখ হাসিনাকে গ্রেফতার করে দেশে এনে বিচার করতে হবে। এছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা করতে হবে এবং যে সকল দুর্নীতিবাজ মন্ত্রী এমপিরা রয়েছেন তাদের বিচারের আওতায় আনতে হবে। আবারো যেনো কোন দুর্নীতিবাজ সরকার ক্ষমতায় আসতে না পারে, সেদিকে নজর রাখতে হবে। সকলে মিলে ও দেশকে একটি অসাম্প্রদায়িক সোনার বাংলা গড়ে তুলতে দলমত নির্বিশেষে দেশবাসীর সহযোগিতা কামনা করেন। চলমান পরিস্থিতিতে ২ বার সুনামগঞ্জ জামায়াতের অফিস আক্রমন করে ছাত্রদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল এবং আমার বাসায় পুলিশ এসে হামলা করেছে। অফিসের কম্পিউটার ল্যাপটপ ভাংচুর করেছে। ।

সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন, জেলা নায়েবে আমীর এডভোকেট মোহাম্মদ সামছুদ্দিন,অধ্যাপক মোহাম্মদ আব্দুল্লাহ,সেক্রেটারী মমতাজুল হাসান আবেদ,সহকারী সেক্রেটারী এড.নুরুল আলম,অফিস সেক্রেটারী নুরুল ইসলাম,জেলা শিবিরের সভাপতি মনিরুজ্জামান গিয়াস,পৌর জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মোহাম্মদ আলী,সেক্রেটারী আব্দুস ছত্তার মামুন,জামায়াত নেতা আজিজুল হক মাসুক,সিরাজুল হক ওলি,সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব প্রমুখ।

Daily Frontier News