ফাতেমা আক্তার মাহমুদা ইভা স্টাফ রিপোর্টার ঢাকা ঃ
১৩ মে সোমবার ২০২৪ সন্ধ্যার ৬:৩০মিঃ ঢাকার রামপুরা টিভি গেইট দা উইল্ড লাউন্স রেস্টুরেন্টে “অল ইলেকট্রনিক বিডি ” মাধ্যমে যাত্রা শুরু করল ইন্ডিয়ার সনামধন্য কম্পানি “এলমেজার” ব্যান্ড; বর্ণাঢ্য প্রদর্শনী ও ডিস্ট্রিবিউটর পরিচিতি অনুষ্ঠিত হয়েছে।
এনার্জি ম্যানেজমেন্ট সলিউশন এ ইন্ডিয়া-তে সুনামের সহিত দীর্ঘদিন কাজ করছে ইলমেজার। বাংলাদেশ এক মাত্র “অল ইলেকট্রিক বিডি” তাদের পরিবেষক এখন থেকে “এলমেজার” পণ্য সারা দেশব্যাপী পরিবেশন করবে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মিস্টার দিরাজ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোঃ নুরুল ইসলাম ( নুরু), প্রাক্তন সভাপতি, ইলেকট্রিক্যাল ডিভিশন,আইইবি। বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোঃ জাহাঙ্গীর আলম তুষার, সভাপতি,আইইএবি, ইঞ্জিনিয়ার আবুল বাশার এম,ডি পেটেলকো, ইঞ্জিনিয়ার রুকন উজ জামান এম ই. পি কনসালটেন্ট
ইঞ্জিনিয়ার জুয়েল দাস ই. পি কনসালটেন্ট প্র- ম্যাক, ইঞ্জিনিয়ার এ আর মামুন শরিফ,এম ডি, অল ইলেকট্রিক বিডি, ইঞ্জিনিয়ার ওবায়দুর রহমান (সবুজ),ডিএমডি, অল ইলেকট্রিক বিডি, ইঞ্জিনিয়ার মোঃ শরীফুর রহমান,এমডি, দিশারী
ইঞ্জিনিয়ারিং এন্ড টেডার্স। এছাড়াও ইঞ্জিনিয়ার আলমগীর আহমেদ কোম্পানি :সিলিকন ইলেক্ট্রো পাওয়ার মেনটেনেন্স ম্যানেজার , ইঞ্জিনিয়ার মোঃ এহেত এসামুল হাসান, জাতীয় কাউন্সিলর, আইইএবি, ফাতেমা আক্তার মাহমুদা জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির সহ মহিলা সম্পাদক এবং বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা প্রচারক সম্পাদক ও নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রেসক্লাবের প্রচারক সম্পাদক ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মিস্টার দিরাজ।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দেশের ও দেশের বাহিরের স্বনামধন্য ইলেকট্রিক কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা ও ইঞ্জিনিয়ার গন এবং বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্ব।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics