মাসুদ রানা বাবুল ঃ
~~~~~~~~~~~~~~
সাংবাদিকের কাজ হলো জনগণের কাছে সঠিক তথ্যটি পৌঁছে দেওয়া। সাংবাদিকতা এখন এমন পর্যায়ে গিয়ে পৌছেছে যে, এখন যে কেউ সাংবাদিক হতে পারে আর এর মূল কারণ সামাজিক যোগাযোগ মাধ্যম নিউজ পোর্টাল, youtube, ফেসবুক, লাইভ টিভি, ইত্যাদি । সামাজিক যোগাযোগ মাধ্যমে কাজ করা ভালো প্রচারেই প্রসার_তবে সাংবাদিকতার মূলনীতি ঠিক রাখতে হবে খেয়াল রাখতে হবে আপনার অনলাইনে অথবা মুখ দিয়ে দেশ ও জাতির যেন কোন ক্ষতি না হয় মানব যেন হ্যারেজমেন্ট না হয় ।
সাংবাদিকতার সাথে নীতি-নৈতিকতার সম্পর্ক অবিচ্ছেদ্য বলতে গেলে প্রতিটি মুহূর্তেই এ পেশায় নীতি-নৈতিকতার ব্যাপারটি মাথায় রাখতে হয়। কী লিখতে যাচ্ছি- কী লিখবো- কতোটুকু লিখবো- কাকে কী প্রশ্ন রাখবো- কখন করবো অথবা কাউকে কোনো ‘ফেবার’ করা হচ্ছে কিনা কিংবা কাউকে কোনোভাবে বঞ্চিত করা হচ্ছে কিনা বা কারও ব্যক্তিস্বার্থে গণস্বার্থকে এড়িয়ে যাওয়া হচ্ছে কিনা -এসব প্রশ্ন এ পেশায় একবারেই আট পৌরে ব্যাপার।
এক কথায়- এই পেশা বৃহৎ জনোগোষ্ঠীকে নীতি-নৈতিকতার সাথে যতোটা সম্পৃক্ত করে ততোটা অন্য কোনো পেশায় নয়। সংবাদগুলো হবে বস্তুনিষ্ঠ সাদা কে সাদা কালোকে কালো ।
মোবাইল সাংবাদিাতাকে অভিজাতরা এর নাম দিয়েছেন- অনলাইন সাংবাদিকতা। কেউ কেউ বলেন, সিটিজেন জার্নালিজম, কেউ বা আবার ‘মোজো সাংবাদিকতা’ বা মোবাইল জার্নালিজম।
এই ধারার সাংবাদিকতার সর্বশেষ সংযোজন ‘লাইভ টিভি’। যে কেউ ‘হ্যালো ভিউয়ার্স’ বলে দাঁড়িয়ে গেল রিপোর্টিংয়ে। ভুল শুদ্ধ মিলিয়ে যা মুখে আসে বকে গেল কিছু সময়।
যাই হোক এটা একটা ভালো দিক যদি বস্তুনিষ্ঠ এবং তথ্যবহুল রিপোর্টিং করে মানব হ্যারেজমেন্ট না করে কারণ মোবাইলে সত্য ঘটনা দূরত্ব বস্তুনিষ্ঠভাবে তুলে ধরা যায়
। টিভি চ্যানেলে অথবা ভালো মানের পত্রিকায় রিপোর্ট করলে সেটা ইতিহাস আমি বলবো না । আমি চাই দেশে
নিরপেক্ষ ও সুষ্ঠু সাংবাদিকতার প্রসার লাভ করুক। কেউ যেন এ পেশা নিয়ে প্রশ্ন তুলতে না পারেন, সে দায়িত্ব সাংবাদিকদেরই নিতে হবে। আমরা কেউ যেন ব্যক্তি স্বার্থ রক্ষার নামে এ পেশাকে বিকিয়ে না দেই। তবেই দেশ ও জাতির জন্য তা মঙ্গলজনক হবে।
তবে সত্য ও সঠিক সংবাদ প্রকাশ করলেই যত বিপত্তি। আশেপাশের সবাই শত্রুতে পরিণত হয়। কারণ নীতিনৈতিকতার বড়ই অভাব সাবাদিকদের বর্তমান বাজারে। একটি পত্রিকা অথবা টিভি চ্যানেল নিউজ পোর্টাল ইউটিউবে একটি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশিত হলে অথবা কোন প্রতিষ্ঠান ব্যক্তি এবং রাজনীতি ব্যক্তিবর্গের দলের গুষ্টির বিরুদ্ধে গেলে একদল সাংবাদিক গাড়ি নিয়ে অথবা মোটরসাইকেলে সিএনজি দিয়ে ঐ ব্যক্তি প্রতিষ্ঠানে হাজির হয় এবং যেই সংবাদ মাধ্যমে সংবাদটি প্রকাশিত হয়েছে ঐ সংস্থাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে এবং সাংবাদিককে দেখে নেয়ার হুমকি দেয় এবং ঐ ব্যক্তি প্রতিষ্ঠান থেকে বাকি আমি বলবো না । পাশাপাশি সাংবাদিক সংগঠন কোনটি বড় কার কাছে ভালো ভালো পত্রিকা টিভি চ্যানেল আছে এগুলো শো করে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান আধা সরকারি প্রতিষ্ঠান এবং লাভজনক স্থানকে দখলে নিয়ে নেয় এবং বলে আসে কোন সাংবাদিক পরিচয় আসলে ঐ সাংবাদিকে বেধে রেখে আমাদেরকে খবর দিবেন আমার একটি প্রশ্ন ? আপনারা যারা বলেন আমাদেরকে খবর দিবেন আপনাদেরকে কেন খবর দেবে অন্যায় অনিয়ম, দুর্নীতি হলে অথবা ঘটনা ঘটলে যে কোন পত্রিকা অথবা টিভির চ্যানেল ওখানে যাবেই । তবে হ্যাঁ বলে রাখি ওই সাংবাদিক অথবা গণমাধ্যম কর্মী অনিয়ম করলে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেবে আমার সাফ, কথা বর্তমানে এই হল সাংবাদিকতা । হামসে বড়া কন হে আমি দুনিয়া কি সবচেয়ে বড় সাংবাদিক । বাংলাদেশে বর্তমানে পত্রিকার সংখ্যা ১২৭০ টি ডি এফফি ভুক্ত পত্রিকা ২১৬ টি, টিভি চ্যানেল প্রায় ৫০ টি অনলাইন নিউজ পোর্টাল, আইপি টিভি, অনুমোদনের জন্য জমা হয়েছে ৩২, হাজার , তবে বর্তমানে ভালো কিছু সত্য ঘটনা তুলে ধরছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব, নিউজ পোর্টালে, সামাজিক যোগাযোগ মাধ্যমের চলছে জয় জয় কার
বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করলে এই মাধ্যমটি হতে পারে নির্ভরযোগ্য একটি সংবাদ মাধ্যম ।
বাস্তব ঘটনা তুলে ধরলাম ভালো লাগলে পাশে রাখুন পাশে থাকুন । মাসুদ রানা বাবুল সাধারণ সম্পাদক। নরসিংদী সদর প্রেস ক্লাব স্পেশাল করেসপন্ডেন্ট ক্রাইম ম্যাগাজিন অপরাধ জগত
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics