Daily Frontier News
Daily Frontier News

ফের বন্যায় মানবিক বিপর্যয়ের মুখে সিলেট বাসী

মোঃ আব্দুল হান্নান,ব্রাহ্মণবাড়িয়া,

সিলেটে আবারো নতুন করে আবার বন্যা দেখা দেয়ার ফলে বিপর্যয়ের মুখে পড়েছে সিলেটের জনগণ। জানা গেছে বন্যার পানিতে তলিয়ে বিভিন্ন রাস্তা ঘাট। তীব্র পানির স্রোতে ভেসে যাচ্ছে বাড়িঘর। জৈন্তাপুর এলাকায় সারি নদীর প্রবল স্রোতের ভাসিয়ে নিচ্ছে গাছপালা সহ বাশের ঝাড়। বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে গেছে। আবহাওয়া অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ডের মতে আর অল্প পানি বৃদ্ধি পেলেই স্হায়ী ভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে।
মোবাইলে চার্জ আছে বলে সিলেটের বিপদগ্রস্থ লোকজন এখন পর্যন্ত মুঠোফোনে উদ্ধারের সাহায্য চাইতে পারছে। বিদুৎ অলরেডি বন্ধ হয়ে গেছে। কিছুক্ষণ পর তাদের হাহাকার শোনারও সুযোগ থাকবে না।

প্রতি মূহুর্তে বাড়ছে পানি ।মুষলধারে হচ্ছে বৃষ্টি। বাচ্চাদের কান্না। গরুর হাম্বা হাম্বা ডাক। গবাদিপশু ভেসে যাচ্ছে। মুরব্বিদের হা হু গোঙানির আওয়াজ। মা তার সন্তানকে হারানোর ভয়ে কাঁদছে। চোখের সামনে অনেককিছু হারিয়ে যাচ্ছে। বাবাদের অসহায় মুখ। আকাশ থেকে বৃষ্টি পড়ছে অনবরত। খাওয়ার কোনো ব্যবস্থা নেই। না আছে শোয়ার ব্যবস্থা, না আছে বসার উপায়।
এই মুহূর্তে দরকার উদ্ধার অভিযান, ট্রলার ও নৌকা । এক মানবিক বিপর্যয় নেমে এসেছে সিলেটের বুকে।সিলেটের বন্যা কবলিত এলাকায় প্রচুর উদ্ধারকারী নৌযান সহ সেনাবাহিনীর হস্তক্ষেপ প্রয়োজন। জানা যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্যাদুর্গত এলাকার এম,পি,মন্ত্রীদের নিজনিজ এলাকায় অবস্থান করে প্রয়োজনীয় শুকনো খাবার বিতরণ সহ সাধ্যমতো সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন। অন্যদিকে প্রশাসন বন্যা কবলিত এলাকার জনগণকে নিরাপদ আশ্রয়ে নিতে হিমসিম খাচ্ছে। তাছাড়া বন্যা কবলিত এলাকায় নিরাপদ সুপেয় পানীয়জলের অভাবে নানাবিধ রোগের আশংকা বেড়ে গেছে।

Daily Frontier News