বিশেষ প্রতিনিধি।।
ছাগলনাইয়া মধুগ্রামের ফারজানা আক্তার মুক্তা নামের গৃহবধূর।গাইনি চিকিৎসক ডাঃ রোকসানা বেগম স্বপ্নার তত্ত্বাবধানে ডেলিভারিতে ৩ ছেলে ও ১ মেয়ের জন্ম হয়।। উল্লেখ্য রোগীনি দীর্ঘদিন সাবফার্টিলিটিতে ভুগছিলেন
অদ্য ০১-০৯-২২ দুপুর ৩ টায় জন্ম নেয়া চার শিশুকে জেড ইউ মডেল হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিটে (এনআইসিইউ)তে রাখা হয়েছে।
চার নবজাতকের বাবা বলেন, ডাঃ রোকসানা বেগম স্বপ্না আমার স্ত্রীকে সব সময় চেকআপ এর মধ্যে রেখেছেন উনি অনেক আন্তরিকতা দেখিয়েছেন আমি ডাক্তার ও হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞ। আল্লাহর রহমতে কোনো সমস্যা ছাড়াই চার সন্তানের বাবা হলাম। সবার দোয়া কামনা করছি।’
ডাঃ রোকসানা বেগম স্বপ্না ফেনীর তালাশকে জানায়,আমার তত্বাবধানে ডেলিভারিতে চার শিশুর জন্ম হওয়ায় আমি খুবই খুশি। শিশুদের মা সুস্থ আছেন। চার শিশুর মধ্যে প্রথমজনের ওজন প্রায় ২০০০ গ্রাম, দ্বিতীয় জনের ২১০০ গ্রাম, তৃতীয় জনের ওজন ১৫০০ গ্রাম এবং চতুর্থ জনের ওজন ১৩০০ গ্রাম।এখনো পর্যন্ত আল্লার রহমতে সবগুলো বাচ্চাই ভালো আছে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics