সাতক্ষীরা জেলা প্রতিনিধি॥
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সারাদেশের ন্যায় পাটকেলঘাটায় আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ গতকাল বিকাল ৫টায় এক বিক্ষোভ মিছিল বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পাঁচ রাস্তার মোড়ে এসে এক প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন।
তালা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ও সরুলিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি মোঃ মতিয়ার রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে নেতৃত্ব প্রদান করেন তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, জেলা আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য বিশ্বজিত সাধু, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোজাফ্ফর রহমান, শাহ আলম টিটো, উপ-দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান মধু, সরুলিয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমান, তালা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি প্রার্থী মাহবুব হোসেন মিন্টু, তালা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ আনোয়ার হোসেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক কুমার ইন্দ্রজিৎ সাধু, সাবেক ছাএলীগ নেতা শেখ জহুরুল হক, তালা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারদিন এহসান দ্বীপ, সরুলিয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি তরিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা ইমরান হোসেন শাহীন। এছাড়া উপস্থিত ছিলেন শেখ টিপু সুলতান, আলমগীর হোসেন, আব্দুস সালাম, মনিরুল ইসলাম, আজিবার রহমান তুহিন প্রমুখ।
Copyright © 2023 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics