আলমগীর হোসেন বিজয়নগর প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
. জেলা ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায়র পত্তন ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের সুপরিচিত প্রবীণ সাংবাদিক বিজয়নগর এর গর্ব আবদুর রহমান খান (ওমর) জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) মনোনীত ও আসন্ন জাতীয় দ্বাদশ সংসদীয় সদস্য নির্বাচনে-২৪৫, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে মশাল প্রতীক নিয়ে জনমনে স্থান করে নিয়েছেন। তিনি তার নির্বাচনী এলাকায় দ্ধারে দ্ধারে গিয়ে গণপ্রচার লিফলেট বিলি,পথ সভা,গণসংযোগ, উঠান বৈঠক ও মাইকিং দ্বারা নিজের অবস্থান প্রচারে ব্যস্ত সময় পার করছেন।
. তার প্রচারের বিভিন্ন বাজারে গ্রামে গণমনের ভাব প্রকাশিত ও নির্বাচিত করার প্রত্যয় ব্যক্ত করেন।মোঃআবদুর রহমান খান(ওমর) গণ সংযোগে বলেন, এই ব্রাহ্মণবাড়িয়ার জনগণ শোষিত হচ্ছে আমি নির্বাচিত হলে শোষণ মুক্ত সমাজ গড়ব, গরিব দুঃখীদের পাশে থাকবো। মাদক নির্মূলে ভূমিকা নেব। গ্রামে গঞ্জে দালাল মুক্ত ও অসহায়দের পাশে থাকব। বাক স্বাধীনতার প্রাধান্য দেব। প্রতিটা দ্ধারে দ্ধারে গিয়ে মশাল প্রতীকের জন্য ভোট চাওয়া সহ সকলে সহযোগিতা ও দোয়া কামনা করেন এবং নিকটতম ভোটাররা আশ্বস্ত করে, যদি ভোট কেন্দ্রে যাওয়া হয় অবশ্যই মশাল প্রতীকে ভোট দেবেন।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics