জেলা সিলেট দক্ষিণ সুরমার লালাবাজার ইউপি’র নাজির বাজারে অবস্থিত ঐতিহ্যবাহী পুস্পকলি একাডেমি থেকে ২০২২ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় শতভাগ সাফল্য অর্জন করায়, উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন একাডেমির প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শিক্ষানুরাগী মো. আব্দুল হক।
এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, নাজির বাজার এলাকা সহ আশেপাশের এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার স্বপ্ন লালন করে ২০০৩ সালে প্রতিষ্ঠা করেছিলাম এই শিক্ষা প্রতিষ্ঠান “পুস্পকলি একাডেমি”। আজ আমার সেই স্বপ্ন বাস্তবায়ন হয়েছে।
আমি অত্র শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাফল্যে অনুপ্রাণিত। পুস্পকলির সকল শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও এলাকাবাসীদের প্রতি ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি।
এবিষয়ে পুস্পকলি একাডেমির পরিচালক ও প্রধান শিক্ষক আব্দুল জব্বার সুহিম একাডেমির সকল শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, যেসব শিক্ষার্থীবন্ধুরা ২০২২ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষায় কৃতীত্বের সাথে উত্তীর্ণ হয়েছ, আমি তোমাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। এ পরীক্ষায় কৃতিত্বের পরিচয় দিয়ে তোমরা শিক্ষা জীবনের আরেকটি ধাপ সফলভাবে সম্পন্ন করেছো।
শিক্ষা জীবনের চূড়ান্ত সাফল্য অর্জনের জন্য অভিভাবক, শিক্ষক ও শ্রদ্ধেয়জনদের উপদেশ মত নিয়মানুবর্তিতার মধ্যে থেকে তোমরা কঠোর অধ্যবসায়ের মাধ্যমে আগামীতে আরও সাফল্য অর্জন করবে, এটি আমার দৃঢ় বিশ্বাস। আমি তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।
তিনি পুস্পকলি একাডেমির এমন সাফল্যে অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। মানসম্পন্ন পড়ালেখার গতিধারা অব্যাহত রাখতে এবং অত্র শিক্ষাপ্রতিষ্ঠানকে এগিয়ে নিতে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ঐতিহ্যবাহী পুস্পকলি একাডেমির এবারের বার্ষিক পরীক্ষায় পঞ্চম শ্রেণীতে ২টি সহ সর্বমোট ২৮টি এ-প্লাস এসেছে। এমন ভালো ফলাফলে শিক্ষক শিক্ষার্থী আনন্দিত। এমন ভালো ফলাফল অর্জন করায় অভিভাবকবৃন্দ পুস্পকলি একাডেমির প্রতিষ্ঠাতা এবং পরিচালক ও প্রধান শিক্ষক সহ সকল শিক্ষকবৃন্দ কে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন।
Copyright © 2024 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics