Daily Frontier News
Daily Frontier News

পিরোজপুরে অগ্নিদুর্গতদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ

 

 

পিরোজপুর প্রতিনিধি:

 

পিরোজপুর জেলায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫৬ জনকে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ২৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে। ৩০ (এপ্রিল) রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুদানের চেক বিতরণ করা হয়।

চেক বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) এডভোকেট কানাই লাল বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা গৌতম চৌধুরী, সাংবাদিক মুনিরুজ্জামান নাসিম আলী, উপকারভোগী মাহবুবুল আলম ও রীনা বেগম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা আক্তার।

মান্যবর জেলা প্রশাসক জাহেদুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তাঁর মানবিক দৃষ্টিভঙ্গি থেকে অগ্নিদুর্গতদের জন্য ব্যক্তিগত তহবিল থেকে এ অনুদান প্রদান করেছেন। এ অনুদানের অর্থ বিকাশের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিজে উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়ার ইচ্ছা ছিল। কিন্তু উপকারভোগীদের অনেকের নিজস্ব বিকাশ নম্বর না থাকায় তা সম্ভব হয়নি। তারপরও প্রধানমন্ত্রীর ঐকান্তিকতার নিদর্শনস্বরূপ জেলা প্রশাসনের মাধ্যমে এই অর্থ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের হাতে পৌঁছে দিতে পেরে আমরা কৃতার্থ।

Daily Frontier News