Daily Frontier News
Daily Frontier News

পারিবারিক কলহের জেরে সৈয়দপুরে যুবকের আত্মহত্যা

 

তপন দাস নীলফামারী প্রতিনিধি :
পারিবারিক কলহের জেরে নীলফামারীর
সৈয়দপুরে গলায় ওড়না বেধে ফাঁস লাগিয়ে এক যুবক আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (৫ মে) সকালে পুলিশ নিহতের নিজ ঘরের চালের তিরের সাথে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে।
উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের পশ্চিম বেলপুকুর হুলিপাড়ায় এই ঘটনা ঘটেছে। নিহত যুবকের নাম রনি( ২২)। সে ওই গ্রামের মো: আলীর ছেলে। সে এক বছর হলো বিয়ে করেছে এবং স্ত্রী ৭ মাসের গর্ভবতী।
পরিবারের দাবী স্ত্রীর সাথে কলহের জেরেই রনি বুধবার দিবাগত রাত আনুমানিক ২ টা ৩০ মিনিটের দিকে স্ত্রীর ওড়না গলায় পেঁচিয়ে নিজ ঘরের তিরের সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। বিষয়টা সকালে টের পেয়ে পুলিশকে জানালে লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো: আবুল হাসনাত খান বলেন লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

Daily Frontier News