সিলেট প্রতিনিধি:-:
বিশ্বনাথ উপজেলার খাজান্সি ইউনিয়নে (২১ মে) শনিবার ০৯টি ওয়ার্ডের পানিবন্দি মানূষদের জন্য ৭০০ প্যাকেট শুকনো খাবার উপহার দেন বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের আইনবিষয়ক সম্পাদক ও বিশ্বনাথ উপজেলা আইনজীবী পরিষদের যুগ্ম-আহ্বায়ক এডভোকেট গিয়াস উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন, এডভোকেট গিয়াস উদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বাবু শংকর চন্দ্র ধর, সহ-সভাপতি আব্দুল আমির, স্বেচ্ছাসেবক লীগ নেতা শংকর বিহারী দাস, সাব্বির আহমদ, শ্রমিক লীগের সাধারন সম্পাদক ছবর আলী, যুবলীগ নেতা জামাল আহমদ প্রমুখ।
পানি বন্দি মানুষদের মাঝে উপহার সামগ্রী বিতরণের জন্য ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সহ ইউপি সদস্যদের নিকট বুঝিয়ে দেওয়া হয়।
এর আগেও গতকাল শুক্রবারে তিনি লামাকাজি ইউনিয়নে ৬০০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করেছেন।
খাবার বিতরণকালে গিয়াস উদ্দিন বলেন, ভয়াবহ বন্যা পরিস্থিতিতে প্রতিটি মানুষ অসহায় হয়ে পড়েছে। বন্যা দুর্গত প্রতিটি পরিবারই দুর্বিষহ জীবনযাপন করছে। সরকারিভাবে ত্রাণ বিতরণ করা হচ্ছে। এর বাইরে সমাজের বিত্তবানদের অসহায় বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics