Daily Frontier News
Daily Frontier News

পাটকেলঘাটায় মাছ ধরার চারু বুনে নিতাই সানার কষ্টে চলছে সংসার।

 

সাতক্ষীরা জেলা প্রতিনিধি।

সাতক্ষীরা তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের গাছা দুর্গাপুর গ্রামের দিনমজুর নিতাই সানার সংসার চলছে মাছ ধরার চারুই বুনে দেখার যেন নেই কেউ। গতকাল সরজমিন গাছা বাজারে গিয়ে দেখা হয় হতদরিদ্র নিতাই সানার সঙ্গে । কান্না জড়িত কন্ঠে এ প্রতিবেদক কে বলেন ভাই ভিটে বাড়ীটা সরকারী খাস জমিতে । শুধুমাত্র ঘরছাড়া আমার কিছু নেই। এক পুত্র ও ২মেয়ে সহ ৫ জনের সংসার ছেলেটা আলাদা খায় সে ও কষ্টে আছে। আর ২ টা মেয়ে তাদের কে বিয়ে হয়ে গেছে।
খুব অভাব অনটনের মধ্যে দিয়ে এই চারু বুনে কোন রকমে দুবেলা দুমুঠো খেয়ে বেচে আছি। পরিষদের কোন ভাতার কাড আছে কিনা জানতে চাইলে তিনি বলেন ভাই আমার তো টাকা নেই। মেম্বার চেয়ারম্যান টাকা ছাড়া কোন কাড করে না । তাই বলে লাভ নেই। এই চারু বুনে কোন রকমে সংসার চলে ।
তিনি আরো বলেন বর্তমান বাশের যে দাম তাতে বেশি লাভ থাকে না। নিতাই সানা আরো বলেন প্রতিদিন ৩/৪ টা করে চারু বুনে থাকি। প্রতিটি চারুর দাম ৩/৪ শত টাকা। খরচ খরচা বাদে প্রতিটি চারু তে ১/২ শত টাকা থাকে। তাই দিয়ে আমরা চাল কিনে নিয়ে যায় । বর্তমান নিত্যপ্রযোজনীয জিনিস পত্রের যে দাম তাতে কেনাকাটা করে হিমশিম খেতে হচছে । এ বিষয়ে স্হানীয় মেম্বরের কাছে ফোন দিয়ে ও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে মাননীয় জেলা প্রশাসক মহাদযের তদন্ত পূর্বক নিতাই সানার সরকারি কোন ভতার কাড দেওয়া যায় সে ব্যাপারে প্রয়োজনীয ব্যবস্হা গ্রহনের জন্য নিতাই সানা আকুল আবেদন করেছে।

Daily Frontier News