সাতক্ষীরা জেলা প্রতিনিধি।
রাজধানী সহ দেশের সব স্তানের বাজারগুলোতে হু হু করে বাড়তে থাকা কাঁচা মরিচের দাম তালার পাটকেলঘাটায় এখন ৭০০টাকায় বিক্রি হচ্ছে।
আমদানির অনুমতি দিয়েও দামে লাগাম টেনে ধরা যাচ্ছে না। ঈদের ৩দিন আগে
কাঁচা মরিচের দাম ছিল ১২০ টাকা ১সপ্তাহের ব্যাবধানে কেজিপ্রতি ৪০০ টাকা বেড়ে বাজারে এখন ৭০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
শনিবার( ১) জুলাই সন্ধায় পাটকেলঘাটা নিলিমা ইকোর্পাক কাঁচা বাজার সহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ব্যবসায়ীরা এক পোয়া (২৫০ গ্রাম) কাঁচা মরিচ বিক্রি করছেন (১৭৫) টাকায়। এক কেজির দাম রাখা হচ্ছে (৭০০)টাকা।
হঠাৎ কাঁচা মরিচের অস্বাভাবিক দাম বেড়ে যাওয়ায় গত রোববার আমদানির অনুমতি দেয় সরকার। কৃষি মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, রোববার সারাদিনে কাঁচা মরিচের ৩০টি আইপি-তে ১১ হাজার ৬০০ টন কাঁচা মরিচ আমদানির অনুমতি দেওয়া হয়েছে।
Copyright © 2023 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics