শাহীন বিশ্বাস, সাতক্ষীরা প্রতিনিধি।
দেবর ভাবীর প্রেম গত মঙ্গলবার রাতে দেবর ও এক সন্তানের জননী আবারো অজানা উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে। ঘটনাটি ঘটেছে পাটকেলঘাটা থানার খলিষখালী উত্তর পাড়া গ্রামে।
গত মে মাসের (২৩) তারিখে দেবর ভাবি পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে ধরা পড়ে। বিষপানে আত্মহত্যার চেষ্টা চালায় তারা দুজনে। পাটকেলঘাটায় একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দিয়ে সুস্থ্য করে বাড়িতে নিয়ে যায়। মাস না পেরোতেই (২৮জুন) মঙ্গলবার রাতে কোন এক সময় ভাবি উধাও হয়ে গেছে দেবরের হাত ধরে। জানাগেছে পাটকেলঘাটা থানার খলিষখালী ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের শেখ আবু বক্কর এর ছোট ছেলে সুমন গাজী এবং বড় ছেলে মামুনের স্ত্রী এক সন্তানের জননী নাজমা বেগমের মাঝে দীর্ঘদিন ধরে চলে আসছে এই প্রেমের সম্পর্ক। গত মে মাসে পালিয়ে যাওয়ার সময় পরিবারের লোকজন মির্জাপুর বাজার নামক স্থানে তাদেরকে ধরে বাড়ি নিয়ে যায়। পরদিন বুধবার সন্ধ্যার দিকে প্রেমিক দেবর সুমন ও নাজমা বেগম আত্মহত্যার উদ্দেশ্যে কীটনাশক পান করে।
এ বিষয়ে নাজমা বেগমের স্বামী মামুন এর কাছে জানতে চাইলে তিনি নাম-ঠিকানা গোপন রেখে ভুল তথ্য প্রদান করেন। সাংবাদিকদের কাছে তার পিতার নাম কোদায় খান এবং তার নিজের নাম ইয়াসিন, ছোট ভাইয়ের নাম হোসেন, স্ত্রীর নাম ফাতেমা বেগম বলে জানান। এ বিষয়ে পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায় জানান লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে
Copyright © 2023 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics