শাহীন বিশ্বাস সাতক্ষীরা প্রতিনিধিঃ
খুলনা সাতক্ষীরা মহাসড়কে তালা উপজেলার পাটকেলঘাটায় পরিবহন ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে পরিবহন এর সামনে দুমড়ে মুচড়ে যায় তবে কয়েক জন যাএী সামান্য আহত হয়ে স্তানীয় ডাক্তারের চিকিৎসা নেন।
শনিবার (২৯মে )সকাল নয়টা ত্রিশ মিনিটের দিকে কুমিরা বাসষ্টান্ডে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা বলছে। সাতক্ষীরার শ্যামনগর থেকে ছেড়ে আসা যশোর ১১-০১৫৫ নম্বর পরিবহন ঢাকা অভিমুখে যাচ্ছিল। এ সময় সাতক্ষীরা গামী বেপরোয়া গতির ডাম্পার ট্রাক খুলনা মেট্রো- শ – ১১- ০১৯৩ নম্বর।সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী এইচ আর পরিবহনে সজোরে ধাক্কা দিলে দুমড়েমুচড়ে যায়। এ সময় এইচআর পরিবহনের কিছু যাত্রী আহত হন। স্থানীয় লোকজন খবর পেয়ে আহতদের তাতক্ষনিক উদ্ধার করে।
Copyright © 2023 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics