আল আমিন সরদার তালা উপজেলা প্রতিনিধিঃ-
সাতক্ষীরা জেলা তালা উপজেলা পাটকেলঘাটা থানাধীন ধানদিয়া গ্রামের অশোকের মোড়ে নামুক স্থানে মাতা গীতা রানী বয়স( ৫৫) পিতা অরুণ সাহা বয়স (৬০)বাদী হয়ে ছোট ছেলে প্রকাশ সাহা এর নামে একটা অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যাপারে গীতা রানী বলেন আমার ছেলে প্রকাশ সাহা বয়স (৩৫) ও আমার ছেলের বউ মৌসুমী সাহা বয়স (২৮)আমাকে বিভিন্ন দিন বিভিন্ন সময় আমাকে নিহত করার হুমকি দিচ্ছে ২৯/৫/২০২২/ তারিখ রবিবার সকালে দশটার দিকে সাংসারিক কাজ নিয়ে ঝগড়া হয় সে আমার গোপন স্থানে লাথি মারার চেষ্টা করে আমি নিজেই রক্ষার জন্য তাকে একটা থাপ্পর মারি পরে আমার ছেলে প্রকাশ সাহা আমাকে ধরে নিয়ে ঘরে আটকে রেখে মারধর করে আমি আহত অবস্থায় থানায় এসে একটা অভিযোগ দায়ের করছি।
এ ব্যাপারে ঘটনাস্থলে গেলে গিতারানি ছেলে প্রকাশ সাহা আমাদের কাছে অস্বিকার করে ও গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আমাদের নিউজ না করতে বলেন।
এ ব্যাপারে গীতা রানীর স্বামী (অরুণ সাহা) বলেন আমার স্ত্রী অসুস্থ তারপরও তার সংসারের কাজের সহযোগিতা করে আজ সকালে আমি ঘুম থেকে ওঠার আগে আমার স্ত্রীকে মারধোর করে আমি এ ব্যাপারে যেটা সুষ্ঠু বিচার হয় সেটাই দাবি জানাচ্ছি।
এ ব্যাপারে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাছে জানতে চাইলে তিনি জানান অভিযোগ পেয়েছি সঠিকভাবে তদন্ত করে অপরাধী কে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics