শেখ খায়রুল ইসলাম পাইকগাছা খুলনা প্রতিনিধি :-
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রায় সাহেব বিনোদ বিহারী সাধু’র ১৩৪তম জন্মতিথি পালিত হয়েছে। রায় সাহেব বিনোদ বিহারী সাধুর প্রতিকৃতিতে পুষ্পমালা অর্পন,আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা,মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান ও মিষ্টি বিতরণ ছিল অনুষ্ঠানের মূল কর্মসূচী।প্রধান শিক্ষক মোঃ কবীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা থেকে আগত রায় সাহেব বিনোদ বিহারী সাধুর পৌত্র শ্রী গৌতম কুমার সাধু,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গৌতম কুমার সাধুর সহধর্মিণী ও কন্যা।তাছাড়া বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দার, কপিলমুনি কলেজের অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহার,কপিলমুনি জাফর আওলিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মাওঃআব্দুস সাত্তার,কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রহিমা আখতার শম্পা,উপাধ্যক্ষ ত্রিদিব মন্ডল, অধ্যাপক রেজাউল করিম, মাওঃআবুল কাশেম, যুগোল কিশোর দে, চম্পক কুমার পাল, সহচরী বিদ্যামন্দিরের বিদ্যোৎসাহী সদস্য আব্দুর রাজ্জাক রাজু প্রমূখ।সম্মানসূচক উত্তরীয় পরানো ও রায় সাহেবের জীবনী ও সন্মান সূচক বক্তব্যের ও মিষ্টি বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন শিক্ষক কার্তিক চন্দ্র সরকার ও সজল কান্তি সরকার।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics