Daily Frontier News
Daily Frontier News

পাইকগাছায় ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান সচিব ড.অমিতাভ সরকারের সাথে মতবিনিময়

 

 

শেখ খায়রুল ইসলাম পাইকগাছা খুলনা প্রতিনিধি :-

 

পাইকগাছায় ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান সচিব পাইকগাছায় আগমন উপলক্ষে সুধীজনের সাথে মতবিনিময় অনুষ্ঠিত। বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান (সরকারের সচিব)ড.অমিতাভ সরকার। উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহরিয়ার হকের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু । বক্তব্য রাখেন মেয়র সেলিম জাহাঙ্গীর, জেলা প্রশাসক অতিরিক্ত এস এম মনিরুজ্জামান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস,আইনজীবী সমিতির সভাপতি অজিত কুমার মন্ডল, বীরমুক্তিযোদ্ধা চেয়ারম্যান অধ্যক্ষ আবুল কালাম আজাদ,চেয়ারম্যান রিপন কুমার মন্ডল,পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ,মুক্তিযোদ্ধা রনজিৎ কুমার সরকার সহ আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সুধীজন,সাংবাদিকবৃন্দ।এসময় বোর্ডের চেয়ারম্যান ড.অমিতাভ সরকারকে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু ও মেয়র সেলিম জাহাঙ্গীর ফুল দিয়ে বরণ করে নেন।

Daily Frontier News