Daily Frontier News
Daily Frontier News

পরিবেশ দিবস -২০২২ উপলক্ষে স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার পক্ষ থেকে গাছের চারা বিতরণ ও কুইজ প্রতিযোগিতার আয়োজন।——-

 

 

নিজস্ব প্রতিনিধি, মোঃ আনোয়ার হোসেন।

 

,বিশ্বব্যাপী পরিবেশ দূষণ রোধ ও পরিবেশ সংরক্ষণে কার্যকর ভূমিকা গ্রহণ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছরের মতো মতো এবারও এই দিবসকে কেন্দ্র করে স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা গাছের চারা বিতরণ ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করে ঢাকার কামরাঙ্গির চরের হাজী আব্দুল আউয়াল উচ্চ বিদ্যালয়, নয়াগাঁও প্রাংগনে ছাত্র/ছাত্রীদের মাঝে।

স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার চেয়ারম্যান মোঃ আকবর হোসেন এর সভাপতিত্বে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার মহাসচিব(কেন্দ্রী কমিটি) তানিয়া শেখ, স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার কামরাঙ্গির চর কমিটির সাধারন সম্পাদক ও নিরাপদ চিকিৎসা চাই সংগঠনের মহাসচিব (কেন্দ্রী কমিটি) উম্মে সালমা, স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার কামরাঙ্গির চর কমিটির সহ-সভাপতি রাজি উদ্দিন রাজা, স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার কামরাঙ্গির চর কমিটির কোষাধক্ষ্য ও স্টডেন্ট এডুকেশনাল এসোসিয়েশন এর চেয়ারম্যান গোলাম রহমান, স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার কামরাঙ্গির চর কমিটির কার্যকরি সদস্য ও সাংবাদিক আনোয়ার হোসেন,স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার কামরাঙ্গির চর কমিটির কার্যকরি সদস্য ইশরাত জাহান লতা, ইঞ্জিনিয়ার রাশেদুল ইসলাম সহ শিক্ষক মন্ডলী ও ছাত্র/ছাত্রীবৃন্দ।

সভাপতির বক্তব্যে সংগঠনের চেয়ারম্যান মোঃ আকবর হোসেন বলেন, পরিবেশ আমাদের বন্ধু। শুধু বন্ধু নয় পরিবেশ হলো আমাদের বেঁচে থাকার মাধ্যম। পরিবেশকে অসুস্থ রেখে মানুষ কখনোই সুস্থ থাকতে পারবে না। তাই আমাদের নিজেদের কথা চিন্তা করে হলেও প্রকৃতিকে ভালোবাসা উচিৎ। যতো সম্ভব গাছ লাগানোর চেষ্টা করবো। রাস্তায় বের হলে আমাদের দ্বারা যাতে প্রকৃতির ক্ষতি না হয় সে দিকে সচেষ্ট থাকবো।

সংস্থার মহাসচিব তানিয়া শেখ বলেন, আমরা গাছ লাগাতে পারি, আমাদের আশেপাশের শহরকে আরও সবুজ রাখতে পারি। সবাই উদ্বিগ্ন না হয়ে পরিবেশের সচেতনতার বিষয়ে সক্রিয় হয়ে ওঠা উচিত।

সাধারন সম্পাদক উম্মে সালমা বক্তব্যে বলেন, স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার প্রতি বছর গুরুত্যের সাথে এই দিবসটি পালন করে থাকে। প্রকৃতি কীভাবে আমাদের রক্ষা করছে তা বিশ্ববাসীকে বোঝানো হয় এই পরিবেশ দিবসে। পরিবর্তে প্রকৃতিকে রক্ষা করাও যে আমাদের কর্তব্য, সেই সম্পর্কে সচেতন করা হয় জনসাধারণকে। এই নির্দিষ্ট দিনে সরকারের পক্ষ থেকেও চলে পরিবেশ নিয়ে জনসচেতনার উদ্যোগ।

সংস্থার কামরাঙ্গির চর কমিটির কার্যকরি সদস্য ও সাংবাদিক আনোয়ার হোসেন বলেন, আমাদের পৃথিবীকে বাঁচিয়ে রাখার জন্য সকলকেই হাতে হাত মিলিয়ে কাজ করাই হোক বিশ্ব পরিবেশ দিবসের প্রতিজ্ঞা।

গোলাম রহমান বলেন,বিশ্ব পরিবেশ দিবস প্রতিবছর ৫ ই জুন। এর অর্থ এই দিনেই আগামীর পরিবেশ কতটা সুন্দর স্বাস্থ্যকর করে তোলা যায় তারই সংকল্প গ্রহণ করা হয়। শুধু সারা বছরই নয় দীর্ঘ কয়েক বছর ধরে চলে এই কর্মসূচি বাস্তবায়নের কার্য। সারা পৃথিবীর সকল দেশই এই সংকল্পে সামিল।

ইঞ্জিনিয়ার রাশেদুল ইসলাম জানান, আমাদের চারপাশের প্রকৃতি বা পরিবেশই হলো বর্তমানকালের অহংকারী মানুষের উন্নত সমৃদ্ধ সভ্যতার মূল ধারক। এই ধারক ও বাহকের মূলসত্তাই যখন গোড়া থেকে বিষিয়ে ওঠে সভ্যতারই ক্রিয়াকলাপে, তখন আপাতদৃষ্টিতে উন্নত বলে মনে হওয়া সমাজ অচিরেই ভেঙে পড়ে তাসের ঘরের মতোন। সেই ভাঙ্গনকে আটকানোর জন্য প্রয়োজন পরিবেশ রক্ষার।

সহ-সভাপতি রাজি উদ্দিন রাজা বলেন, এই দিনটি পালন এর মধ্যে দিয়ে সমাজের সর্বস্তরের কাছে পৌঁছে যায় পরিবেশ সচেতনতার বার্তা।

কার্যকরি সদস্য ইশরাত জাহান লতা বলেন, পরিবেশ এবং সভ্যতার পারস্পরিক মিথস্ক্রিয়া সম্বন্ধে বহুলাংশে অজ্ঞ সাধারন মানুষ এই দিনটি পালনের মধ্য দিয়ে মানব জাতির অস্তিত্ব রক্ষায় পরিবেশের গুরুত্বের অসীমতা সম্পর্কে সচেতন হয়ে ওঠে।

পরিবেশ দিবসের সূচনাকাল

১৯৬৮ সালের ২০মে জাতিসংঘের অর্থনীতি ও সামাজিক পরিষদের কাছে একটি চিঠি পাঠায় সুইডেন সরকার। চিঠির বিষয়বস্তু ছিল প্রকৃতি ও পরিবেশ দূষণ সম্পর্কে তাদের গভীর উদ্বেগের কথা। সে বছরই জাতিসংঘের পক্ষ থেকে পরিবেশ রক্ষার বিষয়টি সাধারণ অধিবেশনের আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়।

পরের বছর জাতিসংঘের পক্ষ থেকে পরিবেশ রক্ষার বিষয়ে বিস্তারিত আলোচনা এবং সমাধানের উপায় খুঁজতে সদস্যরাষ্ট্রগুলোর সম্মতিতে সুইডেনের রাজধানী স্টকহোমে ১৯৭২ সালের ৫-১৬জুন জাতিসংঘ মানব পরিবেশ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনটি ইতিহাসের প্রথম পরিবেশ-বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের স্বীকৃতি পায়।

১৯৭৩ সালে সম্মেলনের প্রথম দিন ৫জুনকে জাতিসংঘ ‘বিশ্ব পরিবেশ দিবস’ হিসেবে ঘোষণা দেয়। এর পরের বছর আমেরিকায় ১৯৭৪ সালে ‘অনলি ওয়ান আর্থ’ বা ‘একমাত্র পৃথিবী’ এই থিম নিয়ে প্রথম বিশ্ব পরিবেশ দিবস অনুষ্ঠিত হয়েছিল।

Daily Frontier News