তপন দাস
নীলফামারী প্রতিনিধি
আসন্ন ঈদ-উল আযহা উপলক্ষে খগাখড়িবাড়ী ইউনিয়নের ৯-টি ওয়ার্ডের প্রতিটি দুঃস্থ অসহায় অতিদরিদ্র ব্যক্তিদের মাঝে জনপ্রতি ১০ কেজি করে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া বিশেষ বরাদ্দে ভিজিএফ এর চাউল বিতরনের জন্য বাড়ি-বাড়ি গিয়ে কার্ড বিলি করেছেন উপজেলার ৪নং খগাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের সকল সদস্য, মহিলা সংরক্ষণ আসনের সদস্য বৃন্দ।
তারই ধারাবাহিকতায় বিশেষ বরাদ্দের ৩১.০০০ মেট্রিক টন পরিমানের মধ্যে ৩০ হাজার, ১শ টি পরিবারের কার্ডধারী নারী পুরুষদের মাঝে ১০ কেজি করে ভিজিএফ এর চাউল বিতরণ করা হয়েছে। গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত উক্ত ইউনিয়ন পরিষদে এ বিতরণ কার্যক্রম করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্পের প্রতিনিধি, ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা খোরশেদ আলম, এছাড়াও প্রতিটি ওয়ার্ডের ইউপি সদস্য সদস্যাবৃন্দ ও গ্রাম পুলিশ।
বিতরনের সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মেজবাহুর রহমান বলেন, ঈদ উপলক্ষে অসহায় অতিদরিদ্র ব্যক্তিদের বরাদ্ধকৃত চাউল যদি কেউ অসাধু উপায়ে উত্তোলন করে বিক্রি করেন, আর সেই চাউল বিক্রি করার যদি উপযুক্ত প্রমান পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে।
Copyright © 2024 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics