Daily Frontier News
Daily Frontier News

পদ্মা সেতুতে টোল দিলেন শেখ রেহানা।

 

শ্রী ঃ মিশুক চন্দ্র ভুঁইয়া পটুয়াখালী জেলা প্রতিনিধি। 

 

পটুয়াখালী জেলার সড়ক পথে ঢাকা থেকে নিজ বাড়ীতে আসার সময় প্রমাণ করে দিলেন রাজার মেয়ে রাজা হয়, এই জন্য কথায় আছে রাজার মেয়ে রাজা হয় এটাই তার প্রমাণ দিয়েছেন শেখ মুজিবুরের কন্য শেখ রেহেনা। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া আসার পথে পদ্মা সেতুতে টোল দিয়েছেন শেখ রেহানা। টোল দেয়ার এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

আজ শুক্রবার (০৭ অক্টোবর) সকালে পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে সড়ক গোপালগঞ্জের টুঙ্গিপাড়া আসার পথে পদ্মা সেতুতে অবস্থান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছোট বোন শেখ রেহানা। এসময় একটি সাদা খামে করে পদ্মা সেতুর টোলের টাকা তুলে দেন শেখ রেহানা।

আর এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। অনকেই টোল দেয়ায় দেশপ্রেম থাকায় শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়েছেন।

এরপর বোন শেখ রেহানাকে সাথে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ৯টা ৫০ মিনিটে টুঙ্গিপাড়া পৌঁছান। ১০টা ৫ মিনিটে বোন রেহানাকে সাথে নিয়ে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। পরে বঙ্গবন্ধু ও পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেতার কামনা করে ফাতহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। বিকালে রাষ্ট্রপতি মো: আব্দুল হামিদকে টুঙ্গিপাড়ায় স্বাগত জানাবেন তারা। বোন রেহানাকে সাথে নিয়ে বঙ্গবন্ধু ভবনে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Daily Frontier News