Daily Frontier News
Daily Frontier News

পথ ভুলে যাওয়া শিশু মুজাহিদকে ফিরে পেল বাবা-মা

 

 

শাহীন বিশ্বাস পাটকেলঘাটা সাতক্ষীরা প্রতিনিধিঃ-

রবিবার (১৪মে) বিকাল( ৫টায় )৮বছরের এক শিশুকে মা-বাবার কোলে ফিরিয়ে দিলেন পাটকেলঘাটা থানার পুলিশ সদস্যরা।

থানা সূত্রে জানা যায়,সাতক্ষীরার দেবহাটা থানাধীন নয়াপাড়া গ্রামের আট বছরের এক শিশু তালায় দাদার বাড়ি থেকে বাড়ি ফেরার পথে শিশুটি পথ ভুলে ওভারব্রিজের উপরে কান্নাকাটি করতে থাকে স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ এসে শিশু মুজাহিদকে থানায় নিয়ে যায়।

পথ ভুলে যাওয়া শিশুটি সে দেবহাটা থানাধীন নোয়াপাড়া গ্রামের শেখ মনিরুল ইসলামের পুত্র,পরে ছেলেটির সাথে কথা বলে বিভিন্ন মাধ্যমে পুলিশ সদস্যরা অভিভাবকদের সাথে যোগাযোগ করে শিশুটির উদ্ধারের কথা জানানো হয়

পরবর্তীতে হারানো সন্তানের জন্য পাগল প্রায় মা-বাবা শনিবার রাত ১০ ৩০মিনিটে থানায় এসে পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হাসিমুখে পুত্রকে নিয়ে বাড়ি চলে যায়।
সর্বোপরি আজকের শিশু আগামী ভবিষ্যৎ নিজে সচেতন হোন আপনার সন্তানকে সচেতন করুন

Daily Frontier News