Daily Frontier News
Daily Frontier News

পটুয়াখালীতে হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

 

 

মোঃওমর ফারুক
পটুয়াখালী প্রতিনিধি ঃ

 

আওয়ামীলীগ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি সংখ্যালঘু সুরক্ষা আইন ও বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, পার্বত্য শান্তিচুক্তি, পার্বত্য ভূমি কমিশন আইনের দ্রুত বাস্তবায়ন ও সমতল আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠনের দাবীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ব্যানারে হিন্দু, বৌদ্ধ ও খ্রীস্টান সম্প্রদায়ের সদস্যরা।
আজ ১৬ জুলাই শনিবার বেলা ১১ টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অতুল চন্দ্র দাস এর সভাপতিত্বে সাধারন সম্পাদক উত্তম কুমার দাসের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি তপন কর্মকার, মংথান তালুকদার, সদর উপজেলা শাখার সভাপতি স্বপন চক্রবর্তী, সাধারন সম্পাদক সুভাষ হাওলাদার, পৌর শাখার চিন্ময় বণিক, প্রান্ত রায় প্রমুখ। বক্তারা আসন্ন নির্বাচনের আগে আওয়ামীলীগ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি সংখ্যালঘু সুরক্ষা আইন ও বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, পার্বত্য শান্তিচুক্তি, পার্বত্য ভূমি কমিশন আইনের দ্রুত বাস্তবায়ন ও সমতল আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশনসহ ৬ দফা দাবী বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোরদাবী জানান। তা নাহলে ঐক্য পরিষদ ভিন্ন চিন্তা করতে বাধ্য হবে। পরে এক বিক্ষোভ মিছিল শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে লঞ্চঘাট চত্বরে গিয়ে মিছিল শেষ করে।

Daily Frontier News