মোঃওমর ফারুক
পটুয়াখালী প্রতিনিধি ঃ
পটুয়াখালীতে উৎসব মুখর পরিবেশে শিল্প ও বানিজ্য মেলা-২০২২ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৫ মে বুধবার বিকাল সাড়ে ৫ টায় রাসেল শিশুপার্ক এলাকায় আকাশে বেলুন উড়িয়ে ও ফুলের ফিতা কেটে বানিজ্য মেলা প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন সাবেক ধর্ম প্রতিমন্ত্রী জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া এমপি ও কেন্দ্রীয় আওয়ামীলের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আফজাল হোসেন।
এর আগে অনুষ্ঠান স্থলে শিল্প ও বানিজ্য মেলার আয়োজন সংগঠন দি-পটুয়াখালী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য সাবেক ধর্ম প্রতিমন্ত্রী এ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আফজাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য অধ্যাপিকা কাজী কানিজ সুলতানা হেলেন, জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাজেদুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, যুগ্ম সাধারন সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট গোলাম সরোয়ার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা হোসেন মিকি, পুলিশ অফিসার খন্দকার ফেরদৌস, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাকিয়া সুলতানা বেবী, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিএম শাহজাহান পারভেজ, চেম্বারের সিনিয়র সহ-সভাপতি খন্দকার সামসুল ইসলাম বাবুল, সহ-সভাপতি মিজানুর রহমান মনির খানসহ চেম্বারের পরিচালকবৃন্দ এবং সুধীবৃন্দ।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics