মোঃওমর ফারুক
পটুয়াখালী প্রতিনিধি ঃ
স্বল্প খরচে, স্বল্প সময় অনলাইনে দ্রুত ভূমি সেবায় বিশেষ অবদানে সহকারী কমিশনার(ভূমি) সহ পাঁচজন কর্মকর্তাকে সম্মাননা ও সনদ বিতরনের মধ্যদিয়ে অনলাইনে ভূমি সেবা সপ্তাহ -২০২২ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত।
আজ ২৩ মে সোমবার সন্ধ্যায় পটুয়াখালী সদর উপজেলা ভূমি অফিস কম্পাউন্ডে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ হুমায়ূন কবির এর সভাপতিত্বে ও সদর উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা নাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ ওবায়দুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক এ্যাডভোকেট গোলাম সরোয়ার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভূমি অধিগ্রহন কর্মকর্তা আবদুল কাইয়ূম, রেভিনিউ কালেক্টর মেঃ আসাদুজ্জামান, সহকারী কমিশনার ছেনমং রাখাইন, ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ শাহজাহান, একে ফজলুল হক, মোঃ দেলোয়ার হোসেন ও আব্দুল মুমিনসহ অন্যান্য ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ভূমি সেবায় বিশেষ অবদানে পাঁচ জন কর্মকর্তার হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন। সম্মাননা প্রাপ্ত কর্মকর্তারা হলেন, দশমিনা উপজেলার সহকারী কমিশনার(ভূমি) আবদুল কাইয়ূম, গলাচিপা উপজেলার কানুনগো মোঃ আলী আজগর, মির্জাগঞ্জ উপজেলার সার্ভেয়ার আবুল কালাম, কালাইয়া ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ শাহজাদা হোসেন ও আটখালী ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মোঃ ইমরান নেওয়াজ।
প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, ভূমি সেবায় সংশ্লিস্ট সকলকে দায়িত্ববোধে শততা ও নিষ্ঠার সাথে জনগনের সেবায় কাজ করার আহবান জানান।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics