Daily Frontier News
Daily Frontier News

পটুয়াখালীতে ইসি কর্তৃক ১০ লক্ষ টাকা দিলেন ইউপি নির্বাচনে মৃত সহঃ প্রিসাইডিং কর্মকর্তা হুমায়ুন কবিরের পরিবারকে

 

 

মোঃওমর ফারুক
পটুয়াখালী প্রতিনিধি ঃ

২০২১ সনের স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদের ২৮ নভেম্বর ৩য় ধাপের ইউপি নির্বাচনে ভোট গ্রহনের দায়িত্ব পালনকালে নিহত সহকারী প্রিসাইডিং অফিসার মোঃ হুমায়ুন কবির (ফিল্ড সুপার ভাইজার, মির্জাগঞ্জ উপজেলা) এর পরিবারকে ১০ লক্ষ টাকার চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত।
আজ ৬ জুলাই বুধবার সকাল ১০ টায় সিনিয়র জেলা নির্বাচন অফিস পটুয়াখালীর সম্মেলন কক্ষে সিনিয়র নির্বাচন অফিসার খান আবি শাহানুর খানের সভাপতিত্বে চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নিহত মোঃ হুমায়ুন কবিরের সহধর্মীনি তহমিনা বেগম এর হাতে নির্বাচন কমিশন কর্তৃক আর্থিক সাহায্য ১০ লক্ষ টাকার চেক তুলেদেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ হুমায়ুন কবির। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল নির্বাচন অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকীতা মোঃ আলাউদ্দিন, পটুয়াখালী সদর উপজেলা নির্বাচন অফিসের বিদায়ী উপজেলা নির্বাচন অফিসার মোঃ খালিদ বিন রউফ, নবাগত সদর উপজেলা নির্বাচন অফিসার মোঃ মিজানুার রহমান, মোঃ মনিরুজ্জামান সোহাগ, মোঃ শাহাদাৎ হোসেন, মোঃ জিয়াউর রহমান, মোঃ জাহাঙ্গীর হোসপন ও মোঃ আঃ রশিদ। এ ছাড়া নিহতের তিন কন্যা মোসাঃ তানিয়া হুমায়রা, ইসরাত জাহান মুক্তি ও সুরাইয়া তাসনিম এবং জামাতা মোঃ নাজমুল হাসান উপস্থিত ছিলেন। এর আগে জেলা প্রশাসন থেকে কল্যান তহবিল হতে ৮ লক্ষ টাকার আর্থিক অনুদানের চেক নিহত পরিবারকে দেয়া হয়েছে বলে অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ হুমায়ুন কবির জানান।

Daily Frontier News