সাংবাদিকঃজুনায়েদ সিদ্দিক
পঞ্চগড় আউলিয়ার ঘাটে নৌকাডুবির ঘটনাস্থল পরিদর্শন এবং নিহতদের বাড়ীতে গিয়ে পরিবারের সদস্যদের শোক ও সমবেদনা জানিয়েছেন রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট_নুরুল_ইসলাম_সুজন এমপি, এবং
উত্তর জনপদের কৃতি সন্তান পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য,বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক,বীর মুক্তিযোদ্ধা
নাজমুল_হক_প্রধান সহ স্থানীয় আওয়ামী লীগ ও বাংলাদেশ জাসদের নেতৃবৃন্দ।
বাংলাদেশ জাসদ সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান এসময় তিনি বোদা উপজেলার মীরগঞ্জ, শালডাঙ্গা, তেপুকুরিয়া, বামনহাটসহ বিভিন্ন পাড়ার নিহতদের বাড়ীতে গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। নাজমুল হক প্রধানের সাথে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এমরান আল আমিন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সামুস কিবরিয়া প্রধান, বাংলাদেশ জাসদের পঞ্চগড় জেলা সম্পাদক সুভাষ চন্দ্র রায়।
পরিদর্শন শেষে নাজমুল হক প্রধান বলেন, বোদেশ্বরী
মহালয়ার অনুষ্ঠান অনেক বড় পরিসরে হয় এটা সবার জানে এবং ওখানে অনেক ভিআইপি ব্যাক্তিদের উপস্থিত থাকার কথা ছিল। প্রশাসনের দায়িত্বশীল কর্তৃপক্ষের উপস্থিতিতে কিভাবে এতোগুলা মানুষ একসঙ্গে নৌকায় উঠলো! এ ঘটনায় তিনি প্রশাসনের দায়িত্বে অবহেলার জন্য নিন্দা জানান । এছাড়াও তিনি আউলিয়ার ঘাটে প্রস্তাবিত ওয়াই প্যাটার্নের সেতুটির কাজ অতি দ্রুত কাজ শুরু করার দাবি জানান, যেন আগামী মহালয়ার অনুষ্ঠানে পুণ্যার্থীরা সেতুটি ব্যবহার করতে পারেন।
Copyright © 2023 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics