Daily Frontier News
Daily Frontier News

ন্যায্য পূর্ণ এরিয়ার দাবীতে চান্দঁপুর চা বাগানে চা শ্রমিকদের মানববন্ধন

 

 

লিটন মুন্ডা, চুনারুঘাট হবিগঞ্জঃ-

 

গত ৫ ই মার্চ রোজ রবিবার চুনারুঘাট উপজেলার চান্দঁপুর চা বাগানের বাসস্ট্যান্ড থেকে চান্দঁপুর চা ফক্টরি পর্ষন্ত মানববন্ধন ও মিছিল পালন করেন লস্করপুর ভ্যালির চা জনগোষ্ঠী ভূমি অধিকার ছাত্র যুব আন্দোলন কমিটি।

উল্লেখ্য, মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকরা গত বছরের ৯ আগস্ট থেকে আন্দোলন শুরু করেন। টানা ১৯ দিনের কঠোর আন্দোলনের প্রেক্ষিতে দৈনিক মজুরি ১২০ টাকা থেকে ৫০ টাকা বৃদ্ধি পেয়ে ১৭০ টাকায় নির্ধারিত হয় ২০২২ সালের ২৭ আগস্ট। মজুরি ৫০ টাকা বৃদ্ধি পাওয়ায় ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২২ সালের ২৭ আগস্ট পর্যন্ত চা-শ্রমিকদের বকেয়া মজুরি (এরিয়ার) হয় গড়ে প্রায় ৩০,০০০ টাকা। এরই সাথে কয়েকটি উৎসব বোনাসের টাকাও পাবেন চা-শ্রমিকরা। দীর্ঘ ৬ মাস অতিবাহিত হলেও বকেয়া মজুরি পরিশোধ করা হয় নি, বিধায় চা-শ্রমিকদের মাঝে চরম অসন্তোষ বিরাজ করছে।
অবিলম্বে পূর্ণ বকেয়া মজুরি পরিশোধের দাবি জানিয়েছে উপস্থিত বক্তারা।

উক্ত মিছিল ও মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন – চা জনগোষ্ঠী ভূমি অধিকার ছাত্র যুব আন্দোলন এর সভাপতি – বিরেন্দ্র কালিন্দী, বাংলাদেশ চা কন্যা নারী সংগঠন এর আহ্বায়ক চা শ্রমিকনেত্রী – খাইরুন আক্তার, সদস্য সচিব চা শ্রমিকনেত্রী – সন্ধ্যা রানী ভৌমিক, প্রদ্বীপ কৈরী, ভজন ভৌমিক, শ্যামল গোয়ালা, আশিষ তন্তবায়, মনিব কর্মকার, সাংবাদিক বিজয় যাদব, সাংবাদিক লিটন মুন্ডা, ভাস্কর ভৌমিক প্রমূখ।

Daily Frontier News