তপন দাস, নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর সৈয়দপুর উপজেলা থেকে বেওয়ারিশ এক নারীর লাশ উদ্ধার করেছে সৈয়দপুর থানা পুলিশ ।
মঙ্গলবার দুপুরে সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এই নারীর লাশ উদ্ধার করে ।
এর আগে উক্ত নারীকে সৈয়দপুর প্লাজার সামনের প্রধান সড়কের পাশে অঙ্গান অবস্থায় পড়ে থাকতে দেখেন সৈয়দপুর উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সদস্য পরে সৈয়দপুর উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা এসে উক্ত নারীকে উদ্ধার করে সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে সেখানে কর্মরত থাকা চিকিৎসক ঐ নারীকে মৃত বলে ঘোষণা করে ।
এবিষয়ে সৈয়দপুর উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা জাহাঙ্গীর আলম এর সাথে কথা হলে তিনি বলেন সকাল সাড়ে ১১ টার উক্ত নারীকে আমরা সৈয়দপুর প্লাজার সামনের প্রধান সড়কের পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের বিষয়টি জানানো হয়, পরে আমরা সেই নারীকে উদ্ধার করে সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত থাকা এক চিকিৎসক ঐ নারীকে মৃত বলে ঘোষণা করে , তখন আমরা বিষয় টি সৈয়দপুর থানা পুলিশ কে অবগত করি এবং পুলিশ এসে হাসপাতাল থেকে লাশ টি উদ্ধার করে নিয়ে যায় ।
বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) শাহ্ আলম বলেন আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের কাছ থেকে বেওয়ারিশ লাশটির খবর পাই তখন আমাদের একটি টিম হাসপাতালে গিয়ে লাশটি উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। তবে এখন পর্যন্ত লাশ টির কোন পরিচয় মিলেনি।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics