মোঃ আক্তারুজ্জামান লিটন // খুলনা ব্যুরো।।
ডুমুরিয়া শহীদ শেখ আব্দুল মজিদ কমিউনিটি সেন্টারে সড়ক দুর্ঘটনা রোধে নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার সভাপতি খান মহিদুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বকুলের সঞ্চালনায় বৃহস্পতিবার (১২ মে) সকাল ১১ টায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জাগরণী চক্র ফাউন্ডেশন (ডুমুরিয়া )এর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সড়ক দুর্ঘটনা ডুমুরিয়া উপজেলায় মহামারি আকার ধারণ করেছে ঈদ পরবর্তী সময়ে প্রতিদিন ছোট-বড় সড়ক দুর্ঘটনা ঘটে চলেছে আহত ,পঙ্গু, মৃত্যুর মতো ঘটনা ঘটেছে। জাগরণী চক্র ফাউন্ডেশন ডুমুরিয়া উপজেলা ব্যাপী হাট বাজার ,ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়ে বাজার উন্নয়নে কাজ করে চলেছেন।
মতবিনিময় সভায় নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখা নেতৃবৃন্দ জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জাগরণী চক্র ফাউন্ডেশন (এনজিও )এর সহযোগিতা কামনা করেন। জাগরণী চক্র ফাউন্ডেশন নিরাপদ সড়কের লক্ষ্যে কাজ করার আগ্রহ প্রকাশ করেন এবং তাদের প্রত্যেকটি প্রোগ্রামে নিরাপদ সড়কের বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ভূমিকা রাখবেন এবং নিরাপদ সড়ক সম্পর্কিত জনসচেতনতামূলক গান ও পথনাটক এর মাধ্যমে সড়ক আইন মেনে চলার জন্য জনসাধারণকে উদ্বুদ্ধ করবেন।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন জাগরণী চক্র ফাউন্ডেশন এর ডুমুরিয়া, বটিয়াঘাটা উপজেলা দায়িত্বপ্রাপ্ত এ এইচ এম কামরুজ্জামান( RMSDO) বাংলাদেশ নিউট্রিশন অ্যাক্টিভিটি প্রকল্প।
দিলীপ সরদার (আউটরিচ স্পেশালিষ্ট)এইচ এম কামরুজ্জামান, নিসচা সহ সভাপতি গাজী আব্দুল আজিজ, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ওমর ফারুক,কোষাদক্ষ মোঃ জুয়েল বিশ্বাস, সাংস্কৃতিক সম্পাদক কবি তুষার দত্ত, ক্রীড়া সম্পাদক গাজী তৌহিদুল ইসলাম, কার্যকরী সদস্য শ্যামল কুমার দাস, জি. এম সোহেল, আব্দুল জলিল, আব্দুর রহমান ব্যাপারী,শিমুল রানা, খান মুজাহিদুল ইসলাম সেতু, মহিলা সমাজকর্মী ইভানা, চায়না, জেসমিন আক্তার।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics