Daily Frontier News
Daily Frontier News

নির্যাতন, হামলা, মন্দির ভাঙ্গচুর প্রতিবাদ মিছিল পটুয়াখালী জেলা।

 

শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া
নিজস্ব প্রতিবেদক।

পটুয়াখালী জেলা ৮ টা উপজেলা নির্যাতন,হামলা,মন্দির ভাঙ্গচুরের প্রতিবাদে ৮ দফা দবী তুলে মধ্যনগরে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে পটুয়াখালী জেলা সদরে, দেশব্যাপী সংখ্যালগুদের উপর নির্যাতন,হামলা,মন্দির ভাঙ্গচুরের প্রতিবাদে এবং চার দফা দবী তুলে মধ্যনগরে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে দু’ঘন্টা ব্যাপী উপজেলার আওতায় সনাতনী সহস্র হিন্দু জনগোষ্ঠী উপস্থিত হন। শান্তি প্রিয় শ্লোগানের মাধ্যমে মিছিলটি উপজেলা প্রদক্ষীন করে।এবং পটুয়াখালী জেলা শহীদ মিনারে এসে সমাবেশে রুপ নেয়।সমাবেশে সভাপতিত্ব করেন পূজা উদযাপন পরিষদের সভাপতি ।সমাবেশে সনাতনী হিন্দুগণ ৮ দফা দাবীতে তুলে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন সমাবেশকারীরা।এসময় বক্তাগন সংখ্যালগু মন্ত্রনালয় গঠন,সংখ্যালগু সুরক্ষা আইনকমিশন,গঠন,সংখ্যালগু সমাজগড়ার আইন বাস্তবায়ন ও সংখ্যালগুদের জন্য দশ শতাংশ সংসদীয় আসন বরাদ্দ করতে হবে, উপেক্ষা করে পটুয়াখালী জেলা ৮ দফা দাবিতে সনাতন ধর্মাবলম্বিদের বিক্ষোভ সমাবেশ, পটুয়াখালী জেলা দফা দাবিতেসনাতন ধর্মাবলম্বিদের বিক্ষোভ সমাবেশ সনাতন ধর্মালম্বীদের ওপর হামলা, নির্যাতনের প্রতিবাদ ও ৮ দফা দাবি আদায়ে পটুয়াখালী জেলা বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে।
বিকেল তিনটা থেকে দুই ঘন্টাব্যাপী ৮দফা দাবীতে দেড় ঘন্টাব্যাপী বৃষ্টিতে ভিজে বিক্ষোভ সমাবেশ ও করেছে পটুয়াখালী জেলা সর্বস্তরের হিন্দু সমাজ। শুরুতে বৃষ্টি না থাকলেও সাড়ে তিনটায় ঝুম বর্ষা নামে। আর সে বৃষ্টি উপেক্ষা করে সহস্রাধিক হিন্দু নারী-পুরুষ নির্যাতন বিরোধী বিক্ষুব্ধ স্লোগানে ফেঁটে পড়েন। বৃষ্টিতে ভিজে জাতীয় সংগীত গেয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে গীতা পাঠ শেষে ৮ দফা দাবী তুলে ধরেন হিন্দুরা। এসময় বক্তব্য রাখেন,বক্তারা, তারা বিভিন্ন দাবি-দাওয়া সম্বলিত প্লেকার্ড নিয়ে মুহুর মুহুর শ্লোগান দেয়। অবস্থান চলাকালে শহরের গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সমাবেশে থেকে ৮ দফা দাবি তুলে ধরে বক্তারা বলেন, আমাদের হিন্দু সম্প্রদায়ের ওপর যে হামলা হয়েছে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা এই দেশের নাগরিক। আমরা অন্য দেশে যাব না। স্বাধীন বাংলাদেশ বৈষম্যের কোন স্থান নেই। হামলাকারীদের উপর কঠোর ব্যবস্থা নিতে হবে। আমাদের এ দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না।

Daily Frontier News