Daily Frontier News
Daily Frontier News

নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে প্রসূতি, মা ও শিশুদের স্বাস্থ্যসেবা এবং ডায়াবেটিস ও রক্ত গ্রুপ পরীক্ষা ও আলোচনা সভা অনুষ্ঠিত

 

সাধন সূত্রধর, জেলা প্রতিনিধি মানিকগঞ্জঃ-

 

আজ সকাল ৯.০০টা হতে দুপুর ১.৩০পর্যন্ত রতনপুর রাজিব কমিউনিটি ক্লিনিক এ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে ছিলেন সিভিল সার্জন ডাঃ মোয়াজ্জেম আলী খান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ লুৎফর রহমান।
জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি ডাঃ পংকজ কুমার মজুমদারের সভাপতিত্বে সভাপতি, অন্যানের মধ্যে আলোচনা করেন বিশিষ্ট পরিবেশবাদী অ্যাডভোকেট দীপক কুমার ঘোষ, সমাজসেবক ইকবাল খান, সাংবাদিক আবুল কালাম আজাদ, রতনপুর রাজিব কমিউনিটি ক্লিনিক এর পরিচালনা কমিটির সভাপতি আব্দুল বারেক, শিক্ষক মোতালেব হোসেন, ইউপি সদস্য মনিরুজ্জামান রনি, সংরক্ষিত সদস্য হামিদা আক্তার ,অধ্যক্ষ(অবঃ) মনোয়ার হোসেন মনির, গাজী শাহদাত হোসেন বাদল, বাংলাদেশ হেলথ ওয়াচ এর প্রতিনিধি আসমা আক্তার ও রাজেশ অধিকারী। বারসিক মানিকগঞ্জ এর আঞ্চলিক সমন্বয়কারি বিমল চন্দ্র রায় স্বাগত বক্তব্য ও সঞ্চালনা করেন। রতনপুর রাজিব কমিউনিটি ক্লিনিক ও জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম, মানিকগঞ্জ এর আয়োজনে ও বাংলাদেশ হেলথ ওয়াচ ও বারসিক এর সহযোগিতায় এই কর্মসূচিটি পালিত হয়। ২০জন গর্ভবতী মহিলা, ২৫জন মাকে স্বাস্থ্য সেবা এবং দুই শতাধিক নারী, পুরুষ, প্রবীণ ও শিক্ষার্থীদের ডায়াবেটিস এবং রক্ত চাপ ও গ্রুপ নির্ণয় কার্যক্রম পরিচালিত হয়।

Daily Frontier News