সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ-
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ ও জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার ৩০ জুলাই ২০২৪খ্রিঃ উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইমরানুল হক ভূইয়া এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রোমা আক্তার। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আবু আহাম্মদ কামরুল হুদা, আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, প্রেস ক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আজাহারুল ইসলাম ভূইয়া। বক্তব্য রাখেন, সরকারি মহাবিদ্যালয় এঁর ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হক, আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহিম, ভলাকুট ক্ষেত্রনাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা আতাউর রহমান গিলমান প্রমুখ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাধ্যমিক,মহাবিদ্যালয়, মাদ্রাসার শিক্ষকগণ, সাংবাদিক, শিক্ষার্থী সহ সূধীজন।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics