মোঃআব্দুল হান্নান,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া,
সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে অবশেষে সর্প দংশনে হিকিম মিয়া (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উপজেলার হরিপুর ইউনিয়নের হরিনবেড় আগলা বাড়িতে।
সর্প দংশনে মৃত হিকিম মিয়া ওই এলাকার মোঃ বিল্লাল মিয়ার ছেলে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয়সুত্রে জানা গেছে,শুক্রবার রাতে বাড়ির পাশের জমির পানিতে মাছ ধরতে যায় হিকিম।এ সময় একটি গর্তে পা ঢুকে যায় হিকিমের । এ সময় বিষধর সাপ হিকিমকে কামড় দেয়। হিকিমকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হলে হিকিমের অবস্থার অবনতি হওয়ায় সেখানকার হাসপাতাল কতৃর্পক্ষ হিকিমকে ফেরত পাঠায়।
শনিবার রাতে ওঝাঁ বৈদ্যর দ্বারা ঝাঁড় ফুঁক ঢোল বাদ্যর মাধ্যমে সনাতন পদ্ধতি প্রয়োগ করে হিকিমেন চিকিৎসা কার্যক্রম চলে সারা রাত ব্যাপী।
এক পর্যায়ে ওঝা বদ্যরা ও ব্যর্থ হলে মৃত্যুর ব্যাপারটি নিশ্চিত হয়। ২৮ আগষ্ট ২০২২ রোজ সোমবার সকাল ৯ ঘটিকার সময় হিকিমের জানাজা শেষে ওই কিশোরের লাশ দাফন সম্পন্ন হয়।
হরিপুর ইউপি চেয়ারম্যান হাজী মোঃ ফারুক মিয়ার সাথে তার মোবাইল ফোনে যোগাযোগ করে হিকিমের সর্প দংশনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি খু্বই দুঃখজনক।আজ সকাল ৯ ঘটিকার সময় জানাযা নামাজ শেষে হিকিমের লাশের দাফন সম্পন্ন করা হয়েছে
সর্প দংশনে হিকিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাবিবুল্লাহ সরকার।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics