Daily Frontier News
Daily Frontier News

নাসিরনগরে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেন- সংগ্রাম এমপি

 

 

সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ-

 

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় শীতার্ত গরীব ও দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার ১৭ ডিসেম্বর ২০২২ উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম এঁর সভাপতিত্বে শীত মৌসুমে বিতরণের নিমিত্তে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ত্রাণ ভান্ডার হতে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া-১ (সাংসদ) সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অসীম কুমার পাল, সাধারণ সম্পাদক মোঃ লতিফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, থানা অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম। স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল চন্দ্র চৌধুরী এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা সদর ইউনিয়নে ২০০ জন শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ২০০ জন শীতার্ত গরীব ও দুঃস্থ পরিবারসহ সূধীজন।

Daily Frontier News