Daily Frontier News
Daily Frontier News

নাসিরনগরে মৎস্য চাষীদের মাঝে মৎস্যখাদ্য বিতরণ

 

সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ-

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় বিভিন্ন প্রজাতির মৎস্য উন্নয়ন বৃদ্ধির লক্ষে মৎস্য চাষীদের মাঝে মৎস্যখাদ্য উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার ২৩ মে ২০২২ উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে মুক্তিযোদ্ধা ভবন মিলনায়তনে উপজেলা মৎস্য অফিসার শুভ্র সরকার এর সভাপতিত্বে মৎস্যখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও সাংবাদিক সুজিত কুমার চক্রবর্তী।
ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তিসেবা সম্প্রসারণ প্রকল্পের আওতায় ৬ জন আরডি চাষীর ( ০২ জন কার্পমিশ্র, ০১ জন গুলশা, ০১ জন তেলাপিয়া, ০১ জন শিং,০১ জন পাংগাস) মাঝে মৎস্যখাদ্য উপকরন বিতরণ করা হয়। তাছাড়াও বৃহত্তর কুমিল্লা জেলার মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় ০৪ জন গুলশা চাষীর মাঝে মৎস্যখাদ্য উপকরণ বিতরণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন, মৎস্য অফিসের অফিস সহকারী তুষার বিশ্বাস, মুরাদ হোসেন, সাংবাদিক বরুন সরকারসহ মৎস্যচাষীগণ।

Daily Frontier News