মোঃ আব্দুল হান্নানঃ-
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা একজন বীর মুক্তিযোদ্বা ও সাবেক সেনা সদস্য শ্রী শংকর নাগ গত রাত ১১ ঘটিকায় ঢাকা গ্রীনলাইফ মেডিকেল কলেজ হাসপাতে মৃত্যু বরণ করেন,মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০ বছর। তিনি দীর্ঘদিন যাবৎ শারীরিক বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন।বীর মুক্তিযোদ্বা শংকর নাগের জন্মস্থান কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলা।আজ নাসির নগর উপজেলা প্রসাশনের পক্ষে গার্ড অব অনার শেষে রাষ্ট্রিয় মর্যাদায় তার শেষে কৃত্ব করা হয়েছে। মৃত্য কালে তিনি ৩ মেয়ে ১ ছেলে, স্ত্রী, নাতি নাতনী ও শুভাকাঙ্খী রেখে গেছেন।আজ নাসিরনগর উপজেলা চত্বরে বীর মুক্তিযোদ্ধা কে শেষ বিদায় জানানোর জন্য উপজেলা প্রশাসন ও বীর মুক্তি যোদ্বা সহ বিভিন্ন রাজ নৈতিক দলের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষী ও শুভানুন্ধায়ীরা ফুল দিয়ে শেষ বিদায় জানান।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics