মোঃআব্দুল হান্নান,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতাঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে বিদ্যুতের তারে জড়িয়ে কুলিকুন্ডা গ্রামের মৃত নিজাম ভূইয়ার ছেলে আলমগীর ভূইয়া (৩৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।১৭ জুন ২০২২ রোজ শুক্রবার বেলা প্রায় সাড়ে ১২ ঘটিকার সময় উপজেলার সদর ইউনিয়নের কুলিকুন্ডা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃষ্টির কারণে গরু নিয়ে মাঠে যেতে না পেরে বাঁশঝাড় থেকে বাঁশের পাতা কাটতে যান আলমগীর। ওই বাঁশ ঝাড়ের উপর দিয়ে বিদ্যুতের সংযোগ চলে গেছে। এদিকে বৃষ্টিতে তারের সঙ্গে লেগে বাঁশটি বিদ্যুতায়িত হয়েছিল।এ সময় বাঁশে লোহার ধারালো দা দিয়ে কোপ দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাশের একটি ডোবায় পড়ে যায় আলমগীর। পরে তাকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক আলমগীরকে মৃত ঘোষণা করেন।
নাসিরনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুল্লাহ সরকার জানান,খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics